রামগড় প্রতিনিধিঃ-
খাগড়াছড়ির রামগড়ে সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃকাজী শাহজাহান (রিপন)কে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায় -খাগড়াছড়ি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল,র সার্বিক তত্বাবধানে,রামগড় অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন এর নির্দেশে এসআই(নিঃ)মোঃ নূরু উদ্দিন, এএসআই (নিঃ)মোঃ মনিরুল ইসলাম ডিউটিরত ফোর্সের সহায়তায় সিআর মামলা নং-১০/২২(নাঙ্গলকোট), ধারা-যৌতুক নিরোধ আইনের ০৩ ধারা এক বছরের সশ্রম কারাদন্ড ও জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভূক্ত এবং তিনটি মামলার আসামী মোঃ কাজী শাহজাহানকে গ্রেফতার করা হয়। আসামির পিতা-মৃত- কাজী রুহুল আমিন, গ্রাম- ফেনীরকুল, রামগড় পৌরসভাস্থ ০৮নং ওয়ার্ডের বাসিন্দা।
জানা যায় -গোপন তথ্যর ভিত্তিতে ২৬ জুলাই শনিবার সন্ধ্যা সাতটায় ফেনী কুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানের বিষয়টি বুঝতে পেয়ে পালানোর সময় তাকে গ্রেফতার করে। আসামী থানার হেফাজতে এবং আইনের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।