মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়িঃ
পানছড়ি দুধুকছড়ার মারমা পাড়ায় আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া অক্রেয় মারমার দোকান পরিদর্শন করেন সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে এগারোটায় উপজেলার দুদুকছড়া এলাকার মগপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত পোহাতেই পানছড়ি সাবজোন কমান্ডার মেজর রিফাত হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে অক্রেয় মারমা বলেন এটি আমার জীবিকার একমাত্র মাধ্যম ছিল, এই ঘরটি পুড়ে যাওয়ায় আমি সর্ব শান্ত হয়ে গেছি। আমার বসবাস করার কোন জায়গা না থাকায় আমি দোকানের এক কোণে বসবাস করতাম, দোকানের সাথে সাথে আমার মাথা গোজার ঠাইও পুড়ে ছাই হয়ে গেল।
ক্ষয়ক্ষতি পরিমান আনুমানিক তিন লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।
সাবজোন কমান্ডার মেজর রিফাত হোসাইন অসহায় অক্রেয় মারমা কে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনী দেশ রক্ষার পাশাপাশি অসহায় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।