বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হলো খুলনা জেলার তিনদিনের ইজতেমা। বাংলাদেশের সকল জেলা সহ বিশ্বের প্রায় ৩৪ টি দেশের ধর্মপ্রাণ মুসল্লি মুরুব্বিগণের পদচারনা ও বয়ানের মাধ্যমে মুখরিত হয় খুলনা নগরীর ময়ূর আবাসিক এলাকা, ইসলাম ধর্মপ্রাণ জ্ঞান সমৃদ্ধির আলোকে তিন দিনব্যাপী বিশ্বশান্তি কামনায় পরম করুনাময় আল্লাহ পাকের সন্নিকটে প্রতিটি মানুষকে ধর্ম সান্নিধ্যে নিয়োজিত করাই হচ্ছে কাম্য এবং বিশ্বব্যাপী বিরাজমান সকল অশান্তি থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে কিভাবে সঠিক পথ প্রদর্শন করা যায় তার উপর আলোকপাত রেখে শুদ্ধ বক্তাগণ বক্তৃতা প্রদান করেন। পাশাপাশি মানুষ মানুষের ভেদাভেদ হিংসা-বিদ্বেষ পরিহার করার জন্য ধর্মীয়ভাবে ধর্মীয় আলোকে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেছেন মুরুব্বিগণ, তাছাড়া তাবলীগে জামাতের ওপরেও বিশেষ আলোচনা ও সুশিক্ষা প্রদান করেন । এর আগে গত (৫ডিসেম্বর) বৃহস্পতিবার ফজরের নামাজের পর ময়ূরী আবাসিক এলাকায় তাবলীগ জামাতের আয়োজনে এই ইজতেমা শুরু হয়।যা আজ ৭ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শে হলো জেলা ইজতেমা।
খুলনা জেলা ইজতেমা ময়দানের দায়িত্বশীলরা জানান, প্রতিদিন ফজরের পর, যোহর/জুমা বাদ, আসর বাদ ও মাগরিব বাদ দেশ-বিদেশের আলেম-ওলামাগণ বয়ান দিয়েছেন। এবার আরব, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারতের ভোপাল সহ প্রায় ৩৪ টা দেশের ৩৬ জন বিদেশি মেহমান অংশ নিয়েছেন।
জেলা ইজতেমা ময়দানের জিম্মাদার মো. আতিকুর রহমান বলেন, তিন দিনের এই ইজতেমা ৫ ডিসেম্বর সকাল থেকে শুরু করে আজ ৭ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো। খুলনাসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলার মুসল্লিরা এই ইজতেমায় অংশ নিয়েছেন।
সরেজমিনে দেখা যায়, খুলনার ময়ূরী আবাসিকের শেষ প্রান্তে ইজতেমা ময়দানে হাজার হাজার মুসল্লিরা অবস্থান নিয়েছেন তবে গতকাল শুক্রবার জুম্মার নামাজ আদায়ের জন্য ইস্তেমা প্রাঙ্গণের জমায়েত হয় খুলনা শহরসহ আশেপাশের অসংখ্য মুসল্লি গণ যা ইজতেমা মাঠ ময়ূরী আবাসিক এলাকার ধারণ ক্ষমতা অতিক্রম করে রাস্তা ও আশেপাশের বিভিন্ন এলাকায় মুসল্লীরা জায়নামাজ পেতে তাবলীগে ইজতেমার মুসল্লিদের সাথে জুম্মার নামাজ আদায় করেছেন । তাছাড়া খুলনার বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলার মুসল্লিরা ইজতেমা ময়দানে এসেছেন। ইজতেমায় আগত মুসল্লিদের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার ব্যবস্থা ছিল।
কন্ট্রোল রুমে নিরাপত্তার দায়িত্বে থাকা হরিণটানা থানার এসআই ইসমাইল হোসেন বলেন, ইজতেমা ময়দানের চতুর্দিকে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। সিসি টিভি ক্যামেরার মাধ্যমে পুলিশের কন্ট্রোল রুম সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এ ছাড়া মঞ্চের দুই পাশে দুটি টিম, প্রবেশ পথে আয়োজকদের স্বেচ্ছাসেবকদের সঙ্গে পুলিশ দায়িত্ব পালন করেছে। প্রধান প্রবেশ পথে টহল টিম দায়িত্ব পালন করছে। ২৪ ঘণ্টা তিন শিফটে বিভক্ত হয়ে নিরাপত্তা প্রদান করা হয়েছে।
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খুলনা জেলা ইজতেমাকে ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল নজরে পরার মত । তবে পরম করুণাময়ের অশেষ রহমতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবেই আখেরি মোনাজাতের মাধ্যমে তিনদিনের জেলা ইজতেমা সমাপ্ত হলো।