আব্দুল্লাহ আল মামুন পিন্টু টাঙ্গাইলঃ
তৃতীয় ধাপে টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের শেষ দিনে তিন উপজেলায় অনলাইনে চেয়ারম্যান পদসহ ৪৯ প্রার্থী মনোননয় পত্র দাখিল করেছেন। অনলাইনে মনোননয় পত্র দাখিল করায় কোন হুমকি ধামকির খবর পাওয়া যায়নি। তবে চেয়ারম্যান পদে সদর উপজেলা বিএনপি সভাপতি আজগর আলী ও নাগরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক বিএনপি নেতা আব্দুছ ছামাদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলের পর থেখে প্রার্থীরা নির্বাচনী প্রচারনায় মাঠে নেমেছে। তারা সকাল থেকে রাত্রী পর্যন্ত বিভিন্ন চা স্টলে ও মহল্লায় মহল্লায় প্রচরানায় ব্যস্ত হয়ে পরেছেন। আজ রোববার প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হবে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলায় চেয়ারম্যান পদে আট জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হচ্ছেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আনছারী, দপ্তর সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শামস উদ্দিন, সোহেল রহমান।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে সাত জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
নাগরপুর উপজেলায় চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হচ্ছেন, বর্তমান চেয়ারম্যান সাবেক বিএনপি নেতা আব্দুছ ছামাদ, আওয়ামী লীগ নেতা হুমায়ন কবির, কেএম সালমান শামস্। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে নয় জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। দেলদুয়ারে উপজেলায় চেয়ারম্যান পদে সাত জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার মাহমুদ জানান, সকল প্রার্থী অনলাইনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ১২ মে প্রত্যাহার ও ১৩ মে প্রতীক বরাদ্দ করা হবে। ২৯ মে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।