মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলায় একটি ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।আশপাশের লোকজন দগ্ধদের উদ্ধার করে দ্রুত রাজধনীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করান।তথ্যটি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাঃ শাওন বিন রহমান।দগ্ধরা হলেন-শ্রমিক মোঃ আতিক (২৫) তার শরীরের ৫ শতাংশ,কামরুল হাওলাদার (৩০)তার শরীরের ৩.৫০ শতাংশ,সোহাগ ( ৩২) এর শরীরের ১.৫০ শতাংশ, মোঃআফ্রিদী ( ২৪) এর শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানা গেছে।তারা সকলেই আশংকামুক্ত বলে জানা গেছে।রাজধানী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাঃশাওন বিন রহমান জানান-নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ হয়ে ভর্তি হয়েছেন।তাদের সকলের অবস্থা এখন আশংকামুক্ত।তারা সবাই আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকার মিথিলা টেক্সটাইলের শ্রমিক।