ঢাকাWednesday , 20 November 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

আড়াই হাজার সিএনজি পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড।

দেশ চ্যানেল
November 20, 2024 11:38 am
Link Copied!

মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বুধবার ভোরে গোপালদী বাজারে সিএনজি পট্টিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ঘটনার খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সর ২টি ইউনিট ও আড়াইহাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সর ২ ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।তথ্যটি নিশ্চিত করেছেন মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ হাদিউল ইসলাম।ফায়ার সার্ভিস জানায়-আগুনে সাইদুল টেক্সটাইল,জলিল টেক্সটাইল,আলমগীর টেক্সটাইলের আংশিক,আলমারি ও মটর তৈরির ২টি ওয়ার্কশপ কারখানা পুড়ে ছাই হয়ে গেছে।অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জন আহত হয়েছে।তাদেরকে প্রাথমিক ভাবে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে,তাৎক্ষণিক তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ হাদিউল ইসলাম জানান-বিকট শব্দের মধ্য দিয়ে আগুনের বাড়তে শুরু করে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে আমাদের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৪২ লাখ টাকা এবং উদ্ধার করা হয়েছে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা পরিমানের মাল সামানা।এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃসাজ্জাত হোসেন ও গোপালদী পৌরসভা প্রশাসক ও সহকারী কমিশনার(ভূমি)শাহানাজ পারভীন বিথী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST