রাসেল কবির// বরিশাল জেলার কাজিরহাট থানার এস আই হৃদয় চাকলাদার সংগীয়ও ফোর্সের সহায়তায় ইং ০২/১১/২০২৫ তারিখ রাত ৭:৩০ মিনিটে কাজিরহাট থানাধীন ১৫নং আদর্শ নগর ইউনিয়নের উত্তর চর এককরিয়া ৫নং ওয়ার্ড জনৈক সিরাজ সিকদার এর চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করিয়া আসামী- লিটন গাজী(৩৫), পিতা-আইয়ুব আলী গাজী, সাং- ঘোড়াঘাট, ৬নং ওয়ার্ড, মোঃ মামুন গাজী (৩৩), পিতা- মৃত মালেক গাজী, সাং- উত্তর চর এককরিয়া, ৫নং ওয়ার্ড মোঃ খোকন রাড়ী (৩৫), পিতা- মৃত কাদের রাড়ী, সাং- উত্তর চর এককরিয়া, ৫নং ওয়ার্ড, ১৫নং আদর্শ নগর , থানা- কাজিরহাট, জেলা- বরিশালদের ধৃত করেন এবং তাহাদের দখল হইতে স্বচ্ছ পলিথিনে মোড়ানো এক পোটলা গাঁজা যাহার ওজন ১০(দশ) গ্রাম গাঁজা, যাহার অবৈধ মূল্য ৩০০ (তিনশত) টাকা উদ্ধার করেন। উক্ত ঘটনায় কাজিরহাট থানার মামলা নং-০১, জিআর-১২৩/২৫, তারিখ-০২/১১/২০২৫ খ্রিঃ। ধারা- মাঃ দ্রঃ নিঃ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক)/৪১ রুজু করা হয়।

