রশিদুল ইসলাম
কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি,
লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ দির্ঘদিনের কুখ্যাত মাদক ব্যবসায়ী একাধিক মাদক মামলা আসামী মহুবর রহমান (৪০) ও তপন চন্দ্র বর্মন (৩২) নামের মাদক সেবনকারীকে ফেনসিডিল ও স্কাপ সিরাপসহ হাতেনাতে ধরে আটক করে।
আটক মাদক ব্যবসায়ী ভেলাবাড়ী ইউনিয়নের বকশীটারী এলাকার মোহাম্মদ আলী টেপু শেখের ছেলে এবং সেবনকারী তপন চন্দ্র বর্মন লালমনিরহাট সদর উপজেলার সাকোয়া বাজার খোঁচাবাড়ী এলাকার কৃঞ্চ চন্দ্র বর্মনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে মাদক ব্যবসায়ী মহুবর হাজিগঞ্জ বাগদিবাজারগামী রাস্তা সংলগ্ন ছোট কমলাবাড়ী গুচ্ছগ্রাম এলাকায় তার বাড়ীর সামনে সেবনকারীর নিকট যখন মাদক বিক্রি করতে ছিল এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জিআর সারোয়ার ও ওসি মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে তার ব্যাগ হতে ১২ বোতল ফেনসিডিল ও ৮ বোতল স্কাপ সিরাপ সেবনকারীসহ হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে। মহুবর দির্ঘদিন যাবৎ পুলিশের চোখ ফাকি দিয়ে মাদক ব্যবসা করে আসতেছে তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাম্মেল হক জানান, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জিআর সারোয়ার জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ী মহবরকে মাদক বিক্রি করা কালে তাকে হাতেনাতে আটক করা হয়েছে। তফসিলভুক্ত না হওয়ায় নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। তিনি আরও জানান অত্র উপজেলাকে মাদকমুক্ত করতে এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।