জেলা প্রতিনিধি :নড়াইল
আদিবাসী সম্প্রদায়ের লোকেরা আমার ভাই-বোন, সকল দিক দিয়ে তাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
নড়াইল ও লোহাগড়ায় কিছু আদিবাসী সম্প্রদায়ের পরিবার আছে। তাদের সার্বিক নিরাপত্তা, কর্ম সংস্থানের ব্যবস্থা অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। তারা যেন সম্মানের সাথে এবং নির্ভয়ে আমাদের সঙ্গে মিলেমিশে বসবাস করতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আদিবাসী সম্প্রদায়ের মানুষ এখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, বিভিন্ন দপ্তরে উচ্চ পদে চাকুরি করছে। তাই তাদেরকে ছোট করে দেখার কোন সুযোগ নেই। উৎসব হচ্ছে অন্ধকারের গহন থেকে আলোকের যাত্রা। আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তাদের ধর্মীয় উৎসব যেন নির্বিঘ্নে করতে পারে, সেদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে।
শুক্রবার (১০ অক্টোবর) নড়াইলের লোহাগড়া পৌর শহরের সরদারপাড়া সার্বজনীন কালি মন্দির কমিটির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নড়াইল -২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপির) চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ।
ফরিদুজ্জামান ফরহাদ আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান আপনারা উৎসাহ-উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে নিরাপদে উৎসব আনন্দ উদযাপন করুন। সৌন্দর্য সম্প্রীতের বার্তা ছড়িয়ে দিন। আমি ও আমার দল বিশ্বাস করি ধর্ম যার যার রাষ্ট্র সবার, এখানে নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।
এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুসা মোল্লা সহ প্রমুখ।