ঢাকাWednesday , 9 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

আধিপত্য কে কেন্দ্র করে সুজানগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন, ২ জনের অবস্থা আশঙ্কজনক।

দেশ চ্যানেল
July 9, 2025 12:23 pm
Link Copied!

আবুজর গিফারীঃ

পাবনার সুজানগর উপজেলায় বিএনপির আধিপত্য কে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলের জেরে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রউফ শেখের গ্রুপ ও পৌর বিএনপি নেতা মজিবুর রহমান খান গ্রুপের গোষ্ঠী এবং কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ৮ থেকে ১০ জন আহত হন, আহতদের সবাই রউফ শেখের গ্রুপের। যাদের মধ্যে দুইজনের অবস্থা খুবই আশঙ্কাজনক, তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য কে কেন্দ্র করে এই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। অদ্য দুপুর ২ টার দিকে সুজানগর এলাকায় এই উত্তেজনা রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। মজিবর খাঁ, মোলাম খাঁ, লেবু খাঁ, মানিক খাঁসহ আরও বেশ কিছু নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে অন্য গ্রুপের উপর অতর্কিত হামলা করে।

আহতদের মধ্যে যাদের অবস্থা গুরুতর, তারা হলেন: বড় ধরনের ধারালো দেশীয় অস্ত্র দিয়ে সুজন শেখের পেটে ৩ থেকে ৪ স্থানে গুরুতর ভাবে অনেকটা জায়গা জুড়ে কেটে গেছে ও দুই বাহুতে ধারালো অস্ত্রের আঘাত, অবস্থা বেশি আশঙ্কাজনক হওয়ায় পাবনা সদর হাসপাতাল থেকে রাজশাহীতে পাঠানো হয়েছে। মোনজেদ শেখের পা কেটে গেছে, পিঠে দুই স্থানে কোপানোর চিহ্ন ও মাথায় কাটা জখম, তাকেও রাজশাহী পাঠানো হয়েছে। বাকিরা সদর হাসপাতালে আছেন; রউফ শেখের মাথা ফেটে গেছে। ইয়াকুব আলীর মাথায় গভীর জখম। আলহাজ্ব শেখের মাথা ফেটে গেছে।

এছাড়াও সংঘর্ষে আরও কয়েকজন কমবেশি আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST