ঢাকাTuesday , 17 October 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

আনসার সদস্যদের কাছে নৌকায় ভোট চাইলেন ……আমির হোসেন আমু

দেশ চ্যানেল
October 17, 2023 11:38 am
Link Copied!

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

সরকারের উন্নয়ন ধারাবাহিকতা চলমান রাখতে আনসার সদস্যদের কাছে নৌকায় ভোট চাইলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমী মিলনায়তনে আনসার ভিডিপি’র জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। প্রতিবারই সৃষ্টিকর্তা তাকে রক্ষা করেছে। শেখ হাসিনাকে আল্লাহ বাচিয়ে রেখেছে এ দেশের গনমানুষের সেবা করার জন্য। আর তিনি (প্রধানমন্ত্রী) সেটা করেছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীণ ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা প্রদানসহ গ্রামকে শহরে রুপ দিতে নিরলস ভাবে কাজ করছে বর্তমান সরকার। আনসার সদস্যরাও সরকারের সুবিধা পেয়ে যাচ্ছে। আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে আনসার সদস্যদের অহব্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনসার ভিডিপির বরিশাল রেঞ্জ কমান্ডার মো. আশরাফুল আলম, ২২ আনসার ব্যাটালীয়ন পটুয়াখালী’র অধিনায়ক সদন চাকমা এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আনোয়ার সাঈদ।

এছাড়াও আমন্ত্রীত অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারমান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দিয়েছেন ঝালকাঠি জেলা আনসার কমান্ড্যান্ট মো. সাদ্দাম হোসেন। জেলা প্রশাসকের পক্ষে সমাবেশে সভাপতিত্ব করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন।

আলোচনা অনুষ্ঠান শেষে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ও সংগঠনের কাজের গতিশীলতা আনয়নের লক্ষ্যে আনসার ভিডিপি সদস্যদের মাঝে বাইসাইকেল তুলেদেন প্রধান অতিথি আমির হোসেন আমু।

সমাবেশে ঝালকাঠির সকল উপজেলা আসনসার কর্মকরাগন, কমান্ডারগনসহ আনসার বিডিবি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সমাবেশ সঞ্চালনা করেছেন আনসার বিডিবির ঝালকাঠি সদর। উপজেলা কর্মকর্তা মো. আল-আমিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST