রাজু আহমাদ,শালিখা (মাগুরা) প্রতিনিধি :
চোখ অমূল্য সম্পদ, চোখ বাঁচান, চোখের যত্ন নিন এ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে মাগুরার শালিখায় জাহানারা এন্ড লতিফর রহমান চ্যারিটবল ট্রাস্ট এবং মোবাইল আই হসপিটাল লিঃ ঢাকা এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। বুদ্ধি ও অটিজম প্রতিবন্ধী সেবা সংস্থা ও মুন্সী জিন্নাত আলী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় এর আয়োজনে সোমবার ও মঙ্গলবার দুই দিনব্যাপি অনুষ্ঠিত এ চক্ষু শিবিরে তিন শতাধিক চোখের রোগীকে দেখা হয় তন্মধ্য থেকে ৯০ জন চক্ষু রোগীর ছানি অপারেশন করা হয়। এছাড়াও ঔষধ, চশমা ও লেন্স ফ্রী দেওয়া হয়।
অপারেশন করেন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন জ
ডা: নাহাল মোস্তাক খান অর্নব, এম বি বি এস (ডি ইউ), এফ সি পি এস (আই) এম আর সি এসে (গ্লাসগো),এফ আই সি ও (লন্ডন), আই সি ও (লন্ডন), চক্ষু বিশেষজ্ঞ এবং ফ্যাকো সার্জন স্পেশালিটি ফ্যাকো ,ল্যাসিক, গ্লুকোমা, অকুলোপ্লাস্টি কনসালটেন্ট অফ থামোলজিস্ট, প্রধান সার্জন -মোবাইল আই হসপিটাল লিমিটেড। ডা: রিজভী আহমেদ সহকারী ডাক্তার ছিলেন ইসলাম হোসেন, হাসিবুল হোসেন, ফয়সাল হকসহ আরো সহযোগি সদস্যরা ছিলেন। সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন জাহানারা এন্ড লতিফর রহমান চ্যারিটবল ট্রাস্ট এর চেয়ারম্যান বিয়ার এডমিরাল আমির আহমেদ মোস্তফা, জাহানারা এন্ড লতিফর রহমান চ্যারিটবল ট্রাস্ট, উপদেষ্টা সেলিনা মোস্তফা, ডিরেক্টর এবং বিশেষ শিক্ষাবিদ, জেএলআর রিসোর্স সেন্টার অন প্রতিবন্ধী ও পরামর্শদাতা লাইফস্প্রিং ডেভেলপমেন্ট থেরাপিস্ট (সিডিসি) সোনিয়া হাসান,। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বুদ্ধি ও অটিজম প্রতিবন্ধী সেবা সংস্থা ও মুন্সী জিন্নাত আলী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সহকারী শিক্ষক রাসেল আহমেদ।