শার্শা উপজেলা প্রতিনিধি
যশোরের শার্শায় আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে যুব বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৪টায় নাভারণ হাসপাতাল মোড় থেকে র্যালি শুরু হয়ে নাভারণ সাতক্ষীরা মোড়ে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এডভোকেট মোঃ শফিকুল ইসলাম, জেলা সেক্রেটারি যুব বিভাগ ও এপিপি জজকোর্ট যশোর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামি শার্শা উপজেলা,আবুল কালাম আজাদ, সভাপতি যুব বিভাগ শার্শা উপজেলা,
মুকবিল হোসেন, প্রচার ও মিডিয়া সম্পাদক শার্শা উপজেলা,তৌহিদুজ্জামান, সেক্রেটারি যুব বিভাগ শার্শা উপজেলা, সহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “যুব সমাজ একটি শান্তি, ন্যায় ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ। অন্যায়, লুটপাট ও দখলবাজি থেকে দেশকে মুক্ত করতে যুবশক্তির ঐক্যই সবচেয়ে বড় হাতিয়ার।”
র্যালিতে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে নাভারণের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।