ঢাকাSunday , 24 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • আন্দোলন মুখী বিএনপি ভোট যুদ্ধে না থাকলেও জমে উঠেছে খুলনার নির্বাচনী অঙ্গন!

    দেশ চ্যানেল
    December 24, 2023 8:26 am
    Link Copied!

    বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:

    একমাত্র দেশের অন্যতম বিরোধী দল আন্দোলন মুখী বিএনপি নির্বাচনের মাঠে না থাকলেও তার কোন প্রভাব পড়ছে না ভটাঙ্গনে
    অবশেষে খুলনার ছয় টি আসন জুড়েই জমে উঠেছে নির্বাচনের প্রচার-প্রচারণা এক্ষেত্রে থেমে নেই নারী সমর্থনকারাও।
    একদিকে কনকনে শীত অন্যদিকে ভোটের আমেজ সব মিলে দীর্ঘ পাঁচ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ ছড়াতে শুরু করেছে ভোটার ও প্রার্থীদের মাঝে।
    আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, জাসদ, কমিউনিস্ট পার্টি, গণতান্ত্রিক দল প্রতিটা আসনে একাধিক স্বতন্ত্র প্রার্থী এবং দুই নারী প্রার্থী ও অন্যান্য দলের সকল প্রার্থীরা আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে চালিয়ে যাচ্ছে জোর প্রচার-প্রচারণা।
    আর সেই সূত্রে ইতোমধ্যে জমে উঠেছে প্রতিটি পাড়া মহল্লার চায়ের দোকানের চায়ের কাপে নির্বাচনী আড্ডা। চলছে যোগ্য ব্যক্তি নিয়ে চুলচেরা বিশ্লেষণ।
    ফলে দেশের গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ মেরুদন্ড আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা জেলার ছয় টি আসনের মধ্যে আওয়ামী লীগ সহ বিরোধীদল ও অন্যান্য স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ৩৬ জন প্রার্থী তাদের নিজ নিজ প্রতীক নিয়ে ভোট যুদ্ধে লড়াই করতে শামিল হয়েছে। আর এতে করে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা।
    তবে বেশ কিছু প্রার্থী নির্বাচন কমিশনার কর্তৃক তাদের মনোনয়ন বাতিল ঘোষণার সাথে সাথে নিভে যেতে বসেছিল নির্বাচনী প্রচারণার প্রদীপ, তাতে ভোটার ও প্রার্থীদের মাঝে নানান জল্পনা-কল্পনা ক্ষোভ ও গুঞ্জন সৃষ্টি হয়েছিল খুলনা জেলার ছয়টি নির্বাচনী এলাকা জুড়ে।
    তবু তারা থেমে ছিলনা তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার লক্ষে দেশের সর্বোচ্চ আদালতে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য।
    অবশেষে দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট বঞ্চিত প্রার্থীদের আপিলের বিষয়টি আমলে নিয়ে সর্ব দিক নজরদারি রেখে যাচাই-বাছাই ও বিচার-বিশ্লেষণে প্রার্থীদের বৈধতা প্রমানে প্রার্থিতা ফিরিয়ে দিয়ে গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে ভোট যুদ্ধে লড়াই করার সুযোগ দিয়েছে উচ্চ আদালত।
    ফলে আওয়ামী লীগের ভাইটাল হ্যাভি ওয়েট দুই নৌকা প্রার্থীর দুর্গে দুশ্চিন্তার অশনি সংকেতের পূর্বাভাস দিচ্ছে।
    তার মধ্য রয়েছে ফুলতলা ডুমুরিয়া বিস্তীর্ণ এলাকা জুড়ে খুলনা -৫ নির্বাচনী আসন। অপরটি তেরোখাদা দিঘলিয়া রুপসা এলাকা নিয়ে খুলনা- ৪ আসন। আর এই উল্লেখযোগ্য দুটি আসনে আওয়ামী লীগের ভোট দুর্গে আঘাত হানতে প্রস্তুত রয়েছে দুই এলাকার হেভি ওয়েট জনপ্রিয় দুই নেতা
    সেক্ষেত্রে প্রার্থীতা ফিরে পেয়ে খুলনা ৪- আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মরহুম এস এম মোস্তফা রশিদী সুজার ছোট ভাই খুলনা ছাত্রলীগের সাবেক সভাপতি ও খুলনা জেলার অন্যতম ক্রীড়াবিদ আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি এসএম মোস্তফা রশিদী দারার প্রাথমিক পর্যায়ের মনোনয়ন বাতিল হলেও তিনি নিরাশার বেঞ্জতায় পিছিয়ে না থেকে উচ্চ আদালত হাইকোর্টে প্রার্থীতা ফিরে পেতে আপিল করার ক্ষেত্রে উচ্চ আদালতের বিচার বিশ্লেষণে তাকে প্রার্থীতা ফিরিয়ে দেওয়ায়
    সে এলাকার মানুষের মাঝে ফিরে এসে বলেন খুলনা- ৪ আসনের সকল শ্রেণীর মানুষেরা আমাদের প্রতি বংশীয় পরম্পরা অনুযায়ী ভালবাসার এক দৃষ্টান্তের প্রতিফলন হিসেবে তিনি তাদের উপর ভরসা রেখে বলেন যদি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় সেই ক্ষেত্রে এই এলাকা থেকে আমার কেটলি প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয় অর্জন থেকে কেউ ঠেকাতে পারবেনা ইনশাল্লাহ।
    পাশাপাশি খুলনা -৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ফুলতলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন দল থেকে মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় উপজেলার চলমান চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তবে দলের উচ্চ পর্যায়ের হাইব্রিড কর্তাদের সিদ্ধান্তে সংসদ সদস্য এবং সাবেক মৎস্যও প্রাণী সম্পদ মন্ত্রীর নারায়ণ চন্দ্র চন্দকে পুনরায় একই আসন থেকে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন করার কারণে আমার প্রার্থিতা বাতিল হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন রিটার্নিং অফিসার বরাবর মনোনয়নপত্র জমা দেই অথচ সেখান থেকেও আমার মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা দেন।
    তা সত্ত্বেও আমি থেমে না থেকে উচ্চ আদালতে প্রার্থিতা ফিরে পাওয়ার লক্ষ্যে আপিল করলে উচ্চ আদালত আমাকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সুযোগ দেন।
    ফলে খুলনা ডুমুরিয়া ফুলতলা এলাকা নিয়ে খুলনা- ৫ আসনের জনগণের ভালোবাসার প্রতি আশ্বাস রেখে এটুকু বলতে পারি সঠিক নির্ভুল ও নিরপেক্ষ ভোটারদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকতার সাথে যদি ভোট অনুষ্ঠিত হয় তাহলে আমি দৃঢ়তার সাথে পরম করুনাময় আল্লাহ পাকের উপর ভরসা রেখে বলতে পারি বিপুল ভোটের ব্যবধানে এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি বিজয়ী হব ইনশাল্লাহ।
    ফলে তারা প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচনে মাঠে জনসংযোগ মিছিল মিটিং ও ভোট প্রার্থনার উত্তাপ ছড়াতে শুরু করেছে।
    তাছাড়া পাশাপাশি সকল দলীয় এবং স্বতন্ত্র প্রার্থীরা ভোটে জয়ী হওয়ার জন্য কাক ডাকা ভোড় থেকে গভীর রাত পর্যন্ত নিজস্ব সমর্থনকারী কর্মীদের সাথে নিয়ে ছুটে চলেছে নিজ নিজ এলাকার ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করতে। পাশাপাশি কেউ পিছিয়ে থাকছে না নিজেদের যোগ্যপ্রার্থী হিসেবে জাহিল করতে।
    ভোটারদের নানান সমীকরণে থেকে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন।
    কাঁধে কাঁধ হাতে হাত মিলাচ্ছে ধ্বনি গরীব রিক্সাওয়ালা মুচি মেথর ডোম চাষি ছোট বড় আবাল বৃদ্ধ সকল শ্রেণীর মানুষদের সাথে।
    দোয়া চাইছে মাথা নত করে।
    কোনো কোনো প্রার্থীরা অধিক আবেগে আপ্লুত হয়ে মাতৃ সমতুল্য নারীদের বুকে জড়িয়ে ধরে মা বলে সংবর্ধন করে দোয়া প্রার্থনা করছেন।
    তাছাড়া শহর ও গ্রাম প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন প্রার্থীর সমার্থকরা লাইটিং ফেস্টুন প্যানা পোস্টার লাগিয়ে এলাকা সয়লাভ করছে ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST