মোঃরইস উদ্দীন রিপন স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ রূপগঞ্জের মুড়াপাড়া কলেজ মাঠ এলাকায় গণসংযোগ করেছেন নৌকার প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের আওয়ামী লীগের নৌকার প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী(বীর প্রতীক) বলেছেন-রূপগঞ্জে ভূমিদস্যুরা যাহাতে কোন ভূমি নিতে না পারে,সে জন্যে আজকে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। তারা জানে নৌকা জয়ী হলে তাদের ভূমির অধিকার ঠিক থাকবে।এজন্য আবারো নৌকায় ভোট দিবে এখানকার মানুষ। আমাদের পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।মঙ্গলবার(২রা জানুয়ারি)দুপুরে রূপগঞ্জের মুড়াপাড়া কলেজ মাঠ এলাকায় গণসংযোগকলে তিনি এসব কথা বলেন।এ সময় গণসংযোগে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে।আগামী ৪ ঠা জানুয়ারি নারায়ণগঞ্জে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের বার্তা দেবেন উল্লেখ করে পাটমন্ত্রী বলেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জে আসছেন।তিনি জনগণকে উন্নয়নের বার্তা দিবেন।আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়তে কি কি করণীয় তা বলবেন।নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন।নেতাকর্মীদের সাড়া ও ভালোবাসায় আমি মুগ্ধ উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী বলেন-প্রতি ইউনিয়নে নৌকার পক্ষে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নেমেছে।এখন নৌকার মাঠ হাজারো গুণে ভালো।নির্বাচনী পরিবেশ খুব সুন্দর।নির্বাচন কমিশন খুব কঠিনভাবে নিয়ন্ত্রণ করছে সব।নির্বাচন কমিশনের পদক্ষেপে আমরা সন্তুষ্ট।প্রসঙ্গত- ২০০৮ সাল থেকে টানা ৩ বার আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছেন গোলাম দস্তগীর গাজী।এর মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং জয়ের ব্যাপারে আশাবাদী গোলাম দস্তগীর গাজী(বীর প্রতীক)।