এম আর সজীব সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ সদর ইব্রাহিম পুর গ্রামের কাঁচা মাল ব্যবসায়ী সাদেকের উপর হামলা করেছে উগ্র সন্ত্রাসীরা ব্যবসায়ির উপর হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর )সন্ধা ৭ টা ৩০ মিনিটে সদর উপজেলার ইব্রাহীমপুর গ্রামের শক্রুমর্দন চাদনীঘাট খেয়াঘাটের সুরমা নদীর উত্তর পাড়ে আক্রমণ করে।
গুরুতর আহত হলেন,ব্যবসায়ি সাদেক হোসেন (২১)পিতা মশ্রব আলী, তৈয়ব আলী ৫৫)পিতামৃত গেদা মিয়া, তানভীর( ১৯)পিতা কলমদর, মাহবুব মিয়া (১৮)পিতা তৈয়ব আলী সর্বসাং ইব্রাহিমপুর পশ্চিম পাড়া, ইউ/পি সুরমা, থানা জেলা সুনামগঞ্জ।
গুরুত্ব আহত একজন কে জেলা সদর হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা (অভিযোগ)দায়েরে করা হয়েছে।
আহত ব্যবসায়ি সাদেক মিয়া বলেন, ঘটনার রাতে আমি ও প্রতিদিনের মত ব্যবসা প্রতিষ্ঠানে আসার জন্য নিজ বাড়িতে হইতে চাদনিঘাট নৌকায় আসা মাত্রই প্রতিপক্ষ আব্দুল আলী, শামীম মিয়া, তোফায়েল, সজিব,আব্দুল শহীদ, গংরা ধারালো অস্ত্র, রট, ইট,দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে সঙ্গে থাকা নগদ ৩০ হাজার টাকা এবং মোবাইল সহ ছিনিয়ে নেয়। আমাদের সুর-চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছে প্রতিপক্ষের কবল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে আমরা হাসপাতালে ভর্তি থেকে প্রতিপক্ষ গংদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগিতেছি।
সদর থানার অফিসার ইনচার্জ মোঃইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মারামারির হয়েছে,এবং অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।