মোঃ মাসুদ রানা বাশার আমতলী উপজেলা প্রতিনিধি
বরগুনার আমতলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ জমিয়তুল হিযবুল্লাহ’র উদ্যোগে এক বিশাল আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে এ র্যালিতে হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
র্যালিটি আমতলী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, আলেম-উলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। র্যালি শেষে বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।
আয়োজকরা বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর জীবন থেকে শিক্ষা নিয়ে ইসলামী আদর্শে সমাজ গঠন করাই এ র্যালির মূল উদ্দেশ্য। বক্তারা আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দেখানো পথ অনুসরণ করলেই মানবতার কল্যাণ সম্ভব।
স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন পর আমতলীতে এতো বড় পরিসরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে র্যালি অনুষ্ঠিত হলো। এতে ধর্মীয় পরিবেশ আরও সুসংহত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।