মাসুদ রানা আমতলী উপজেলা প্রতিনিধি
বরগুনার আমতলী পৌরসভার ৭ নং ওয়ার্ডে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৪ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (০২ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে কলাপাড়া বাস স্ট্যান্ডের ভাই ভাই কফি হাউসের সামনে থেকে জাহিদ (২৫) নামে ওই যুবকের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। অপরাধ জগতের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের হাতে তুলে দেওয়াই আমাদের প্রতিজ্ঞা।”
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত জাহিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।