ঢাকাSunday , 1 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

আমরা কোথাও পালিয়ে যাবো না, এ দেশ আমাদের -ডা. শফিকুর রহমান। 

দেশ চ্যানেল
December 1, 2024 9:59 am
Link Copied!

 জেলা প্রতিনিধি নড়াইল :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এ দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান মিলেমিশে বসবাস করবে। আমরা কোথাও পালিয়ে যাবো না। এ দেশ আমাদের, এ দেশ সম্প্রীতির, এ দেশ সমৃদ্ধির।

রবিবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা চৌরাস্তায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে আয়োজিত এক সংক্ষিপ্ত পথ সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

সংক্ষিপ্ত পথসভায় তিনি আরও বলেন, আমরা বেকার যুবকদের বাংলাদেশ চাই না। আমরা কর্মঠ ও স্বাবলম্বী যুবকদের জন্য একটি উন্নত ও বাংলাদেশ গড়তে চাই। আমাদের লক্ষ্য একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া।

তিনি আরও উল্লেখ করেন, ঘুষ ও দুর্নীতির অবসান ঘটিয়ে প্রশাসনকে জনগণের সেবায় নিযুক্ত করতে হবে। কোন অফিস-আদালতে ঘুষ-দূর্নীতি চলতে দেওয়া হবে না।

পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার, জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সূরা সদস্য আলমগীর হোসেন, লোহাগড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কাজী হাদিউজ্জামান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সেকেন্দার খান, পৌর জামায়াতের আমীর হাফেজ ইমরান হুসাইনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে জামায়াতের আমীর ডা: শফিকুর রহমান খুলনা থেকে নড়াইল হয়ে ফরিদপুর যাওয়ার পথে নড়াইল সদরের মালিবাগ এলাকায় আরও একটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন। এরপর লোহাগড়ার পথসভা শেষে তিনি ফরিদপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST