মোঃ আতিকুর রহমান আজাদ প্রতিনিধি মাদারীপুর
আমরা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের গুরুত্ব আগে দিয়ে তারপরে আমাদের কথা চিন্তা করব। মাদারীপুরের ডাসারে শনিবার সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন দেশের মানুষের ভোটে নির্বাচিত হবেন এমপি হবে সংসদে যাবেন আর দুর্নীতি করবেন এমন এমপি মন্ত্রী আমরা আর দেখতে চাই না। তারেক রহমানের বক্তব্যে আপনারা শুনেছেন। তিনি বলেছেন, সকল ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কোন রকম বৈষম্য আমরা দেখতে চাই না।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসীম হালদার সদস্য সচিব উদযাপন ফ্রন্ট মাদারীপুর জেলা শাখা, জ্ঞানেন্দ্র নাথ মল্লিক যুগ্ম আহ্বায়ক পূজা উদযাপন ফ্রন্ট মাদারীপুর জেলা শাখা, সমীর সরকার খোকন পূজা উদযাপন ফ্রন্ট আহ্বায়ক ডাসার উপজেলা শাখা, এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক আলাউদ্দিন মাস্টার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।