মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর
আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংসদ মাদারগঞ্জ উপজেলা কমান্ড এর কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকালে মাদারগঞ্জের বালিজুড়ী বাজার মুক্তিযোদ্ধা সংসদ ভবনের (২য় তলা) অফিসে কমিটি গঠন বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলওয়াতের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরাবতা পালনের মধ্য দিয়ে কমিটি গঠনের কার্যক্রম বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংসদ মাদারগঞ্জ উপজেলা কমান্ড এর আহবায়ক প্রভাষক গোলাম জাকারিয়া’র সভাপতিত্বে ও সদস্য সচিব আল মামুন রাশেদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা খলিলুর রহমান, বীরমুক্তিযোদ্ধার সন্তান মিজানুর রহমান, মির্জা গোলাম রাব্বী, নজরুল ইসলাম, সুইটি বেগম,মোসলেম উদ্দিন, নূর ইসলাম উজ্জল, রুমেল তরফদার,এরশাদ হোসেন,নুরুল ইসলাম, রাকিবুল ইসলাম হারুন,
,হারুন অর রশিদ,ইঞ্জিঃ সাইফুল ইসলাম, জীবন নাহার,রব্বানী প্রমূখ৷ পরে সর্ব সম্মতিক্রমে আগামী ১ বছরের জন্য আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংসদ মাদারগঞ্জ উপজেলা কমান্ড এর প্রভাষক মোঃ গোলাম জাকারিয়া সভাপতি ও মোঃ নজরুল ইসলাম কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।