চাঁপাইনবাবগঞ্জ,জেলা প্রতিনিধি,
গতকাল ২৭ জুন ২০২৪ বিভিন্ন বৈদেশিক দূতাবাস/মিশনের মান্যবর রাষ্ট্রদূত/মিশন প্রধানগণ পার্টনার প্রকল্পের আওতায় বাংলাদেশ উত্তম কৃষি চর্চা (GAP) প্রোটোকল অনুসরণপূর্বক উৎপাদিত চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন কেন্দবোনা গ্রামে আম বাগান পরিদর্শন করেন।
দিনব্যাপী এই আয়োজনে মাননীয় মন্ত্রী, কৃষি মন্ত্রণালয়, জনাব ড. মোঃ আব্দুস শহীদ এর নেতৃত্বে, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এ কে এম গালিভ খাঁন এর প্রত্যক্ষ তত্বাবধানে, বিভিন্ন দেশের মান্যবর রাষ্ট্রদূত/ মিশন প্রধানগণ, মাননীয় প্রতিমন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয়, মাননীয় প্রতিমন্ত্রী, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, মান্যবর সিনিয়র সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়, সম্মানিত সচিব, কৃষি মন্ত্রণালয়, মাননীয় সাংসদ, জনাব মুঃ জিয়াউর রহমান সহ আন্তর্জাতিক বিভিন্ন উন্নয়ন অংশীদার সংস্থার উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ (কান্ট্রি রিপ্রেজেনটেটিভ, FAO; ডেপুটি কান্ট্রি ডিরেক্টর, WFP; কান্ট্রি ডিরেক্টর, IFAD প্রমুখ), পররাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন এবং উন্নত জাতের আমের বৈদেশিক রপ্তানি বৃদ্ধিতে বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।