ঢাকাSunday , 8 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • আলমডাঙ্গায় ট্রাক-বাইসাইকাল সংঘর্ষ; তিন সন্তানের জনক নিহত।

    দেশ চ্যানেল
    December 8, 2024 3:50 pm
    Link Copied!

    হাফিজুর রহমান কাজল, চুয়াডাঙ্গা :

    আলমডাঙ্গা উপজেলার আসমানখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে খবির উদ্দিন (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

    রোববার দুপুরে  উপজেলার গাংনী ইউনিয়নের আসমানখালি বাজারের অদূরে বন্দর মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

    নিহত খবির উদ্দিন আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের বড় হাপানিয়া গ্রামের দক্ষিনপাড়ার মৃত. ইউসুফ আলীর ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন এবং তিন সন্তানের জনক ছিলেন।

    আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাকের চাপায় ঘটনাস্থলেই খবির উদ্দিন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের পরিবার ও উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের চালকের আসনে হেলপার হুসাইন ছিল। বন্দর মোড়ে পৌছালে পিছন বাইসাইকেলকে ধাক্কা দিলে ট্রাকের চাকার পিষ্ট হয়ে ঘটনাস্থলেই খবির উদ্দিন মারা যায়। এ ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করেছে।

    চিৎলা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের (ইউপি) সদস্য আইনাল বলেন, নিহত খবির সম্পর্কে আমার চাচা। তিনি সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন বলে শুনেছি। ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফেরার পথে এ দূর্ঘটনা ঘটেছে।

    আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, লাশ উদ্ধার করে পোস্ট মর্টেম রিপোর্টের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST