শামীম রেজাঃ আলমডাঙ্গা উপজেলা :-
আলমডাঙ্গা উপজেলা বাঁশবাড়িয়ার মাথাভাঙা নদীতে নিখোঁজ হওয়ার ১০ দিন পর ভেসে উঠেছে দোকান কর্মচারী যুবক মোস্তাফার হোসেন ২২ এর মরদেহ,আজ বৃহস্পতিবার ২৪ আগষ্ট দুপুর ২ টার দিকে বাশবাড়িয়ার মাথাভাঙা নদীর ফেরিঘাট থেকে নিহতের মরদেহ উদ্বার করে আলমডাঙ্গা থানা পুলিশ,আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করছেন বলে জানা গেছে,নিহত মোস্তফা হোসেন আলমডাঙ্গা হারদী ইউনিয়নে মোড়ভাঙ্গা গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি বিপ্লব কুমার নাথ দেশ চ্যালেন কে জানান মোস্তফা হোসেন গত ১৪ আগষ্ট নিখোঁজ হয়,পরে ১৫ আগষ্ট এই বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি সাধারণ জিডি লিপিবদ্ধ করা হয়,আজ বৃহস্পতিবার বাশবাড়িয়ার মাথাভাঙা নদীতে একটি মরদেহ ভেসে উঠলে মোস্তফার ভাই পরিহিত প্যান্ট এবং গেঞ্জি দেখে শনাক্ত করেন নিহত মোস্তফার মরদেহ,নিহতের মরদেহ উদ্বার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে,
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                 
                                