মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় আল মোস্তফা গ্রুপ গত দশ বছর যাবত প্রায় ৫ একর কৃষি জমি জবরদখল করে আছে।আষাঢ়িয়ারচর এলাকায় সরেজমিনে গেলে এলাকার স্থায়ী বাসিন্দা মোহাম্মদ জলিল ও মোহাম্মদ আব্দুর রউফ ওরফে রব মিয়া বলেন-আমাদের গ্রামের বিভিন্ন লোকের প্রায় ৫ একর কৃষি জমি আল মোস্তফা কোম্পানী জবরদখল করে আছে।এ বিষয়ে আমরা বিভিন্ন দপ্তরে একাধিকবার অভিযোগ দেওয়ার পরও কোন সঠিক সুরাহা পাই নাই।তারা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের আঁতাত করে এই জায়গাগুলো জবরদখল করে আছে প্রায় ১০বছর।এই বিষয়ে গত তিন মাস পূর্বে আব্দুর রব ও জলিল মিয়া এলাকার শতাধিক মানুষ নিয়ে মানববন্ধন করেন এবং কোম্পানির ভিতরে বাঁশের বেড়া দিয়ে চিহ্নিত করে দেন। মানববন্ধনে উপস্থিত শত শত লোক আল মোস্তফার দখলকৃত জায়গাগুলি আদায়ের জন্য আনন্দ সংগ্রাম চালিয়ে যাচ্ছে।আল মোস্তফা গ্রুপের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পাচ্ছে না,কোম্পানির মালিক এলাকার বিভিন্ন লোকদের নামে চাঁদাবাজি মামলা সহ বিভিন্নভাবে হয়রানি করে আসছে।এখন এলাকাবাসী কোম্পানির বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন,যেকোনো সময় তাদের উচ্ছেদ করার জন্য এলাকাবাসী তাদের বিরুদ্ধে হামলা চালাতে পারে।এ বিষয়ে মোহাম্মদ জলিল মিয়া ও রব মিয়া বলেন, আষাঢ়িয়ারচর ও চর রমজান সোনাউল্লাহ মৌজায় প্রায় ৫ একর কৃষি জমি আল মোস্তফা দখল করে আছে।কৃষি জমিগুলোর বর্তমান মূল্য যা আছে,সে অনুসারে আমাদেরকে টাকা-পয়সা দিয়ে দেয়া হোক। তাহলেই আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে।কিন্তু আল মোস্তফা গ্রুপের মালিক দফায় দফায় বিএনপি নেতাকর্মীদের নিয়ে আলোচনা করেও কোন সমস্যা সমাধান দিতে পারেনি।আজ ২৭ শে নভেম্বর রোজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় মোহাম্মদ রব মিয়া ও জলিল মিয়া নেতৃত্বে তাদের পৈত্রিক সম্পত্তি নিজেদের আয়ত্তে নিয়ে আসার জন্য কোম্পানীর ভিতরে বাঁশের বেড়া দিয়ে আটকানোর চেষ্টা করলে,আল মোস্তফা কোম্পানির মালিক পক্ষ হতে সোনারগাঁ থানা পুলিশকে অবহিত করলে,এসআই সঞ্জয় দাস সেখানে গিয়ে বলেন,আপনারা উভয় পক্ষই কাগজ-পত্র নিয়ে সন্ধ্যার পর থানায় আসেন,কাগজপত্র দেখে উভয় পক্ষকেই সঠিক সমাধানের আশ্বাস দেন।