জেলা প্রতিনিধি নড়াইল
আওয়ামী লীগ স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করেছে । আওয়ামী লীগ ও তাদের দোসররা এ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। কোমলমতি শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষার নামে মেধাশুন্য করা হয়েছে। শিক্ষার জন্য সুন্দর পরিবেশ দরকার, আগামীতে নির্বাচিত সরকার শিক্ষার সামগ্রিক পরিবেশ গড়ে তুলতে সক্ষম হবে।
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এহসানুল হক মিলন বুধবার (১১ ডিসেম্বর) বিকালে নড়াইলের লোহাগড়া উপজেলার প্রাণকেন্দ্র লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় সংলগ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মঞ্চ ( জিয়া মঞ্চ) পরিদর্শনকালে উপস্থিত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি উপরোক্ত কথা বলেন।
এর আগে সকাল ১১টার দিকে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন সড়ক পথে ঢাকা থেকে নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মহিষাপাড়া গ্রামের সাবেক ছাত্রদল নেতা এইচ এম রাশেদ এর পিতা মরহুম কোবাদ আলীর কূলখানী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় তিনি সাবেক ছাত্রদল নেতা এইচ এম রাশেদের পিতার কবর জিয়ারত করেন। এ সময় নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা লাক্সমী, বিএনপি নেতা সৈয়দ আব্দুস সবুরসহ প্রমূখ।
মধ্যাহ্নের ভোজ শেষে তিনি লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর তিনি লোহাগড়া উপজেলার প্রাণকেন্দ্র লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় সংলগ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মঞ্চ ( জিয়া মঞ্চ) পরিদর্শন করেন এবং ওই বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার সামগ্রিক মান উন্নয়নের জন্য যা যা করা দরকার, তাই করা হবে। বিএনপি ক্ষমতায় আসীন হলে লোহাগড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় সরকারীকরণের জন্য যথাযথ ব্যবস্হা গ্রহণ করা হবে।