মো:সাদ্দাম হোসেন ইকবাল, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।
৭ই এপ্রিল সোমবার যশোরের ঝিকরগাছায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ইজরায়েলী পন্য বয়কট ও বিক্রয় বন্ধের দাবি জানিয়ে ঝিকরগাছা বাজারে লিফলেট বিতরণ কর্মসূচী পালন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সচেতন নাগরিক বৃন্দ।
রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যশোর এমএম কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আল আসিফ হিমেলের আহবানে সাড়া দিয়ে লিফলেট বিতরণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ নওয়াজীস ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুহিন রেজা, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, পিপলস ইউনিভার্সিটির শিক্ষার্থী সোলায়মান হোসাইন, সরকারি মাইকেল মধুসূদন কলেজের শিক্ষার্থী বিজয় হোসেন আকাশ, আরিফ খান জয়, যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী সাগর, মহিন, রাহাত, যশোর সিটি কলেজের শিক্ষার্থী নাফিজ ইসলাম, ফারহানা বর্ষা, আব্দুল্লাহ আল মামুন, আল-আমিন, ঝিনাইদহ কেসি কলেজের শিক্ষার্থী আবু বক্কর, যশোর পলিটেকনিক ইনিস্টিউটের শিক্ষার্থী শাওন রেজা, নতুনহাট পাবলিক কলেজের শিক্ষার্থী আকাশ, আজিম, নাজমুল, সরকারি শহীদ মশিউর রহমান কলেজের শিক্ষার্থী শামিরুল, মাহফুজ, সহ বিভিন্ন স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সচেতন নাগরিক বৃন্দ।
লিফলেট বিতরণের সময় ইঞ্জিঃ নওয়াজীস ইসলাম বলেন, সম্প্রতি ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে বর্বরোচিত হামলায় অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। আমরা ইসরাইলের এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে ফিলিস্তিনে বর্বরোচিত হামলা বন্ধসহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাই।
আল আসিফ হিমেল বলেন, ফিলিস্তিনে যে গণহত্যা চলছে, তা চলতে দেওয়া হলে পুরো মানবসভ্যতা ধূলিসাৎ হয়ে যাবে। এসময় তিনি ঝিকরগাছার সচেতন নাগরিকদের প্রতি ইসরায়েলের সব ধরনের পণ্য সামগ্রী বর্জনের অনুরোধ জানান।