ঢাকাSaturday , 13 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তিতে উৎসবের রঙে মিলনমেলা।

দেশ চ্যানেল
December 13, 2025 9:56 am
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি.

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধূলশুড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় শতবর্ষ পূর্তিকে ঘিরে পরিণত হয়েছে স্মৃতি, আবেগ ও আনন্দের মহামিলন কেন্দ্রে। শত বছরের গৌরবময় ইতিহাস উদযাপনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনভর উৎসবের আমেজে মুখরিত ছিল বিদ্যালয় প্রাঙ্গণ।

“এসো মিলি শেকড়ের টানে”—এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১৩ ই ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের মাধ্যমে শতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিক সূচনা হয়। এর আগে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসে।

১৯২৩ সালে প্রতিষ্ঠিত ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় এক শতাব্দী ধরে এই জনপদের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বহু কৃতিত্ববান মানুষ গড়ে তোলার সাক্ষী এই প্রতিষ্ঠান আজও এলাকার শিক্ষাঙ্গনের বাতিঘর হিসেবে পরিচিত।

শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিআইপি আইয়ুব খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এবং মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম রিতা।

দিনব্যাপী আয়োজিত এই উৎসবে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রায় ১০ হাজার সাবেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে এসে তারা শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে স্মৃতিচারণায় মেতে ওঠেন, ফিরে যান ছাত্রজীবনের রঙিন দিনগুলোতে।

উৎসবের অংশ হিসেবে বিকেলে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ, গান ও আবৃত্তি দর্শনার্থীদের মুগ্ধ করে।

অংশগ্রহণকারীদের মতে, ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্মদিন নয়; এটি একটি অঞ্চলের শিক্ষা-ঐতিহ্য, মূল্যবোধ ও প্রজন্মের পর প্রজন্মের স্মৃতির এক আবেগঘন মিলনমেলা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST