ঢাকাTuesday , 2 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • ইয়ারজানসহ সাফ অনুর্ধ্ব-১৬ দলে ৪ ফুটবলারকে পঞ্চগড় জেলা পরিষদের সংবর্ধনা 

    দেশ চ্যানেল
    April 2, 2024 10:26 am
    Link Copied!

    পঞ্চগড় জেলা প্রতিনিধি

    নেপালের কাঠমান্ডুতে সম্প্রতি অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব- ১৬ নারী ফুটবল চ্যাম্পয়নশিপে শিরোপা জেতা বাংলাদেশ দলের ৪ জন খেলোয়াড়কে সংবর্ধনা দিয়েছে পঞ্চগড় জেলা পরিষদ।

    রোববার বিকেলে পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে আনুষ্ঠানিকভাবে তাদের ফুলেল শুভেচ্ছা জানান চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ।

    সংবর্ধিতরা হলেন- অনুর্ধ্ব-১৬ দলের শিউলি, আলপি বৃষ্টি এবং গোলরক্ষক ইয়ারজান। এদের মধ্যে গোলরক্ষক ইয়ারজানকে ২৫ হাজার টাকার এবং অপর তিনজনের প্রত্যেককে ১৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

    জানা গেছে, এই চ্যাম্পিয়ন কন্যাদের বাড়ি পঞ্চগড়ে। তারা ওঠে এসেছেন হত-দরিদ্র পরিবার থেকে। এদের মধ্যে গোলরক্ষক ইয়ারজান পঞ্চগড় সদরের। তিনি অনুশীলন করতেন পঞ্চগড় টুকু ফুটবল একাডেমিতে। অপর তিনজনের বাড়ি বোদা উপজেলায়। তারা অনুশীলন করতেন বোদা ফুটবল একাডেমিতে।

    জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ বলেন, এই ফুটবল কন্যারা আমাদের গর্বিত করেছে। আমি প্রত্যাশা করছি এই খেলোয়াররা ধাপে ধাপে জাতীয় দলে খেলবে এবং আরো বেশি সুনাম বয়ে আনবে। নতুন ফুটবলার তৈরিতে একাডেমিগুলোর ভূমিকার প্রশংসা করেন তিনি। সাফল্যের ধারা অব্যাহত রাখতে সব ধরণের সহযোগিতারও আশ্বাস দেন।

    এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের সদস্য আকতারুন নাহার সাকী, টুকু ফুটবল একাডেমির পরিচালক টুকু রেহমান, বোদা ফুটবল একাডেমির পরিচালক মোফাজ্জল হোসেন বিপুল প্রমূখ।

    উল্লেখ্য, গত ১০ মার্চ নেপালের মাঠে সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এই অর্জন সম্ভব হয়েছে কেবল গোলরক্ষক ইয়ারজানের বীরত্বেই। টুর্নামেন্টের সেরা গোলকিপারের ট্রফিটাও নিজের করে নেন তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST