জিয়া চৌধুরী (খুলনা জেলা প্রতিনিধি)
উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধ, এ্যাডঃ আলিফের হত্যাকারিদের ফাঁসির দাবি ও ভারতীয় অপপ্রচারের প্রতিবাদে খানজাহান আলী থানা ইমাম পরিষদের উদ্যোগে খানজাহান আলী থানা ইমাম পরিষদের সভাপতি ও বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড এর পেশ ইমাম ও খতিব মাওলানা গোলামুর রহমানের সভাপতিত্বে ও ফুলবাড়ীগেট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা হাফিজুর রহমানের সঞ্চালনায় মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে খুলনার ফুলবাড়িগেট বাসস্টান্ড চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ফুলবাড়িগেট এলাকার খুলনা-যশোর মহাসড়ক প্রদক্ষিণ শেষে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তৃতা করেন খানজাহান আলী থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা শাহজালাল, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা আলী আজগর, মাওলানা আলী আকবর প্রমুখ। সভায় বক্তারা বলেন, যখন থেকে দুনিয়াতে ইসলাম আসছে, তখন থেকে দুনিয়াতে অপশক্তিরাও উত্থান ঘটেছে। পৃথিবী শুরুর ইতিহাস যদি আমরা দেখি একদিকে আদম (আঃ) কে দুনিয়াতে ইসলাম জিন্দা করার এক মিশনে পাঠিয়েছিলেন। ঠিক ওই মিশন নস্যাৎ করার জন্য ইবলিশ ও তার চ্যালারা কাজ শুরু করেছে। বক্তারা উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধ, এ্যাডঃ আলিফের খুনিদের ফাঁসি এবং ভারতীয় অপপ্রচারের ও প্রতিবাদ জানান।