মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ,বরিশাল, প্রতিনিধি।
ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশালের মেহেন্দিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ও মুসুল্লিদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১মার্চ (শুক্রবার) জুমার নামাজ শেষে পাতারহাট আব্দুল্লাহপুর কেন্দ্রীয় জামে মসজিদের মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে পতারহাট বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।
এসময় পথসভায় বক্তারা বলেন, ইহুদিবাদী ইসরায়েল, ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালাচ্ছে, এবারও রমজান মাসে কাপুরুষের মত নিরিহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে প্রায় ৪ শতাধিক নারী ও শিশু হত্যা করেছে।
এসময় তারা বর্তমান সরকারের প্রতি জাতিসংঘে প্রস্তাব তুলে ফিলিস্তিনের জনগণের পাশে দাড়ানোর আহবান জানান।
বক্তারা আরো বলেন, ইসরায়েল জন্মলগ্ন থেকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে।