আব্দুল গাফফার শেরপুর বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার অমুসলিম ভ্রাতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা একটায় হামছায়াপুরস্থ নিজস্ব কার্যালয়ে উক্ত অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আবদুল্লাহ আল মুস্তাফিধ নাসিম এর সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাওলানা মোঃ দবিবুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মোঃ আঃ বাছেদ ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ মানছুরুর রহমান ও জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল হালিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা মোঃ নাজমুল হক, এ্যসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আনিসুর রহমান , শফিকুল ইসলাম ও শাহীন আলম , উপজেলা আইন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হক, বায়তুলমাল সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, অফিস সেক্রেটারী অধ্যক্ষ শেখ আব্দুল মান্নান,প্রচার সেক্রেটারি মোঃ ইফতেখার আলম, বজলুর রহমান, শহর আমির মোঃ আব্দুল খালেক প্রমুখ।
অমুসলিম ভ্রাতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সরকারি কমর উদ্দিন ইসলামিয়া কলেজের অধ্যাপক অসীম কুন্ডু,সুভাষ চন্দ্র, বকুল চন্দ্র, তপন কুমার, রঘুনাথ,দীলিপ কুমার, উত্তম কুমার ,সুবাস চন্দ্র, নরেন্দ্র কুমার প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই ,আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশী বাঙালি ,ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এ দেশে সকল ধর্মের মানুষ সমান সুবিধা ভোগ করবে। ধর্ম যার যার নাগরিক সুবিধা পাবার অধিকার সবার সমান।