মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
মুসলিম উম্মাহের দীর্ঘ এক মাস সিয়াম সাধনাথর পরেই অনুষ্টিত পবিত্র ঈদ-উল ফিতর। এটা হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।
এবছর সবচেয়ে বড় ছুটি পেলেন সরকারী,আধাসরকারি ও স্বাত্তসায়িত প্রতিষ্ঠান সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরি জীবি কর্মকর্তা ও কর্মচারীগন।
অন্যদিকে বন্ধের দিনেও দায়িত্ব পালন মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পরিদর্শিকা(বিজিটর) গন।
ঈদের ছুটিতে প্রাতিষ্ঠানিক ডেলিভারির তথ্যঃ কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ৩টি, বাঁশগাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২টি, ডাসার উপজেলার ডাসার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২ টি ডাসার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২টি, মোট ৯ টি নবজাত শিশুর নরমাল ডেলিভারি করা হয়েছে।
এসময় মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ৩ টি , জেলা মাতৃমঙ্গল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১৭ টি,মোট ২০ টি নবজাতকের নরমাল ডেলিভারি হয়েছে বলে জানান।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান জানান, যোগদান পর থেকে অত্র উপজেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলোতে সরকার নির্ধারিত জনবল পরিবার কল্যাণ পরিদর্শিকাদের নিয়মিত অবস্থানের নির্দেশনা দেয়াসহ প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবা কার্যক্রম জোরদার করনে উপজেলা পরিষদের সহযোগিতায় বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আগত সেবাগ্রহীতাদের শীত নিবারণে কম্বল প্রদান,কর্মীদের নিয়মিত সেবা কেন্দ্রে অবস্থান ,নিরলস পরিশ্রম ,মাস ভিত্তিক কর্মীদের পারফরম্যান্স মূল্যায়ন ও সুপারভিশন মাঠ কার্যক্রম কে অধিকতর গতিশীল করতে আগ্রহী ও দিন দিন প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবার ক্ষেত্রে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এখন অনন্য ভূমিকা পালন করছে। এই ধারাবাহিকতা রক্ষায় জনপ্রতিনিধি ,সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় এটা সম্ভব হচ্ছে।