ঢাকাFriday , 4 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

“ঈদের ছুটিতে দূর্গাপুরের পর্যটন এলাকায় ভ্রমনপ্রিয় মানুষের উপচেপড়া ভির।

দেশ চ্যানেল
April 4, 2025 5:56 am
Link Copied!

উপজেলা প্রতিনিধি, দূর্গাপুর,নেএকোনা।

নেত্রকোনার দুর্গাপুর, এক টুকরো সৌন্দর্যের লীলাভূমি। ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তঘেঁষা এই উপজেলা তার নৈসর্গিক শোভায় প্রতিনিয়তই ভ্রমণপিপাসুদের আকৃষ্ট করে। তবে ঈদের ছুটিতে এর সৌন্দর্য যেন আরও বহুগুণে বেড়ে যায়। এবারের পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটিকে কেন্দ্র করে সাদা মাটির পাহাড় আর নীল পানির লেক ঘিরে পর্যটকদের ছিল উপচে পড়া ভিড়।

দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছে বিজয়পুরের সাদা মাটির পাহাড়ে। কেউ এসেছেন পরিবার-পরিজন নিয়ে, কেউ দম্পতি, আবার কেউ বন্ধুরা মিলে। কেউ পাহাড়ের গায়ে দাঁড়িয়ে সেলফি তুলছেন, কেউবা নীল জলে পা ডুবিয়ে শীতলতা উপভোগ করছেন।

ঢাকা থেকে আসা পর্যটক দীপ্ত সাহা বললেন, ‘সাদা মাটির পাহাড় আর নীল পানির অপার সৌন্দর্যে আমি মুগ্ধ। আগে শুধু শুনেছি, আজ নিজ চোখে দেখলাম। যাঁরা এখনো আসেননি, তাঁরা এই অনন্য অভিজ্ঞতা থেকে বঞ্চিত রয়েছেন।’

গাজীপুর থেকে ঘুরতে আসা মো. আজাদ শিকদারের অভিব্যক্তিও একই রকম। তিনি বলেন, ‘আমি প্রথমবার দুর্গাপুরে এলাম। ঈদের আনন্দ আত্মীয়-পরিজন নিয়ে এমন সুন্দর জায়গায় এসে ভাগ করে নিতে পেরে দারুণ লাগছে। এই সৌন্দর্য আসলেই ভাষায় প্রকাশ করা যায় না।

সাদা মাটির পাহাড় প্রকৃতির এক অনন্য সৃষ্টি। কোথাও সাদা, কোথাও গোলাপি, আবার কোথাও বাদামি রঙের মিশ্রণে তৈরি এই পাহাড় যেন এক বিশাল ক্যানভাস। সামনে বিস্তৃত নীল পানির লেকের শোভা যেন স্বর্গীয় সৌন্দর্যের ছোঁয়া এনে দেয়। সূর্যের আলো পড়লে এর বর্ণ আরও মোহনীয় হয়ে ওঠে।

পর্যটকদের নির্বিঘ্ন ভ্রমণের জন্য প্রশাসনও ছিল তৎপর। দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঈদের ছুটিতে প্রচুর মানুষ ঘুরতে আসছেন। আমরা পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করেছি, যাতে সবাই নিরাপদে প্রকৃতির এই অনন্য দৃষ্টিনন্দন স্থান উপভোগ করতে পারেন।’

সাদা মাটির পাহাড় শুধু ঈদের ছুটিতেই নয়, বছরজুড়েই ভ্রমণপিপাসুদের মন কেড়ে নেয়। তবে ঈদের আনন্দে ভ্রমণের মাত্রা যেন দ্বিগুণ হয়ে যায়। প্রকৃতির কোলে এমন এক ব্যতিক্রমী অভিজ্ঞতা যেকোনো ভ্রমণপ্রেমীকে বারবার এখানে টেনে আনবে—

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST