শার্শা উপজেলা প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার বেড়ী জামে মসজিদের ঈদগাহ ময়দানে, ঈদগাহের সভাপতি জাহাঙ্গীর আলম (৬৫) (সভাপতি ০৭নং ওয়ার্ড বিএনপি) ঈদের নামাজের সময় ১০মিনিট বাড়াতে বললে,ক্যাশিয়ার আঃ রশিদ(৫৩) (সদস্য বিএনপি ০৭নং ওয়ার্ড) ইমাম সাহেবকে বলেন, তার জের ধরে, একই গ্রামের বিএনপির নেতা মোখলেস (৫২),পিতা মৃঃ আবেদ আলী ব্যাপারী,বেড়ী পশ্চিম পারা,আজিজ ৪০) ও তাদের কাজের ছেলে আলিম (৩৫) নামে সন্ত্রাসীরা তাকে সহ ২জনকে দেশিও অস্ত্র দিয়ে হামলা করে, এতে আহত রশিদ, আইতালী,শাহাজান, চিকিৎসার জন্য শার্শা উপজেলা হাসপাতালে ভর্তি আছেন।
এই বিষয় নিয়ে ভুক্তভোগীরা শার্শা থানায় অভিযোগ করতে যায়।