বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:
দেশজুড়ে সক্রিয় অবস্থানে জাল নোট সরবরাহকারীরা নামিদামি মার্কেট শপিংমল বিপনী বিতান এমনকি কাঁচাবাজারে পর্যন্ত ছড়িয়ে পড়েছে জালনোট যদিও নামিদামি মার্কেট শপিং মলের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে জাল নোট শনাক্তকারী মেশিন রয়েছে তবুও অনেক ক্ষেত্রে বেচা বিক্রির চাপে সকল ক্রেতাদের টাকা পরীক্ষা করে নেওয়া সম্ভব হয়ে ওঠেনা আর এমন সুযোগ বুঝে ভদ্র বেশি প্রতারকেরা জাল নোট চালিয়ে দিচ্ছে প্রতারণার শিকার হচ্ছে ব্যবসায়ীরা এমন ঘটনা ঘটেছে খুলনা নগরীর একটি বিলাসবহুল শপিং মলে মাজেদুল নামে এক ভদ্রবেসি ক্রেতা প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকার প্রোডাক্ট শপিং করে মোট ৩৫ হাজার টাকার মধ্যে কৌশলে ১৫ টি এক হাজার টাকার জাল নোট ক্যাশ পেমেন্ট করে সুযোগ বুঝে বেরিয়ে পড়ে পরবর্তীতে ক্যাশ মিলাতে গিয়ে শপিং মলের ম্যানেজার ফরহাদ হোসেন টাকাগুলো দেখে বলেন জাল নোট এতগুলা ১ হাজার টাকার জালনোট কে দিল কখন দিল নাকি আপনি দেখে রাখেননি বোঝেন নি একপর্যায়ে আলোচনার আলোড়ন সৃষ্টি হলে প্রতিষ্ঠানের ধারণকৃত সিসি ফুটেজ টেনে ব্যক্তিকে শনাক্তকরার পর হতভম্ব হয়ে যায় প্রতিষ্ঠানের সবাই কারণ জাল নোট সরবরাহকারী ব্যক্তির পোশাক পরিচ্ছদ গেটাপ দেখে তাকে সন্দেহ করার মতন কোনো উপায় নাই তবুও এদের মতন ভদ্র বেশি প্রতারকরাই বড়ধরনের প্রতারণা করে চলছে দেশজুড়ে আর এতে করে সর্বশ্রান্ত হচ্ছে সাধারণ ব্যবসায়ী সহ অসহায় মানুষেরা আর এসব ঘটনা প্রতিবছর ২ ঈদ আসলেই অহরহ ঘটতে শুরু করে এমনকি অনেকের সরকারি বেসরকারি ব্যাংকের বান্ডিল বাধা টাকার মধ্যে দুই একটি জাল নোট পাওয়ার অভিযোগ রয়েছে আর এ সকল ঘটনাগুলি ঈদ বাজারের শেষ প্রান্তে এসেই ব্যস্ত সময়ের মধ্যে ঘটে থাকে। তবে এবছর ঈদ বাজার চলাকালীন সময়ে খুলনা নগরীর বিভিন্ন জায়গায় বিভিন্ন কৌশলে জাল নোট সরবরাহকারীদের আটক করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ভাবে
৮২ হাজার জাল টাকাসহ মো. সজিব আলী (১৭) নামে এক যুবককে আটক করেছে খানজাহান আলী থানার আটরা-আফিলগেট পুলিশ ফাঁড়ির সদস্যরা। আটককৃত সজিব যশোর জেলার কোতোয়ালি থানার ভগবতিতলা এলাকায় মো. মোজাহার মোল্লা ছেলে।
খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় খানজাহান আলী থানাধীন আটরা পুলিশ ফাঁড়ির এসআই অয়ন তীর্থ পাইক সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ডিউটি পালনকালে খুলনা-যশোর মহাসড়কের আটরা-আফিলগেট পুলিশ চেকপোষ্টে চেকিংকালে ৮২ হাজার (১৬৪ পিচ ৫০০ টাকার নোট) জাল টাকাসহ মো. সজিব আলী (১৭) কে আটক করে।
এ ব্যাপারে খানজাহান আলী থানায় স্পেশাল পাওয়ার অ্যাক্ট-এ একটি মামলা হয়েছে। মামলা নং ৩। তাং ২০/৩/২০২৫। আটককৃত যুবককে বৃহস্পতিবার (২০ মার্চ) কোর্টে চালান দেওয়া হয়েছে।
তাছাড়া গতকাল খুলনা কেডিয়া নিউমার্কেটে ফ্যাশন মেলায় জাল টাকা সরবরাহ করা কালীন অবস্থায় দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে ব্যবসায়ীরা। সাধারণ মানুষদের অভিযোগ দুই ঈদ আসলে ঈদ বাজারগুলোতে জাল টাকা সরবরাহকারীদের আনাগোনা যেন লাগামহীনভাবে বেড়ে যায় এতে ভুক্তভোগী হয় ব্যবসায়ী ও ক্রেতারা।