ঢাকাFriday , 28 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

ঈদ উপহার পেলেন ৫০০ অসহায় নারী।

দেশ চ্যানেল
March 28, 2025 10:49 am
Link Copied!

মো:সাদ্দাম হোসেন ইকবাল, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।

যশোরের ঝিকরগাছায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ শতাধিক দরিদ্র, অসহায়, দুস্থ, প্রতিবন্ধী, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সেবা সংগঠন। শুক্রবার (২৭ রমজান) সকালে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা সংগঠন এর উদ্যোগে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আমিনুর রহমান। তিনি বলেন, “মানবতার সেবায় সেবা সংগঠনের এই উদ্যোগ প্রশংসনীয়। ঈদের আনন্দ যেন সমাজের সব শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, এটাই আমাদের কাম্য।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শফিউল আজম রুমি, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দীন, দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মহিবুল্লাহ ইসলাম, নাগরিক অধিকার আন্দোলন যশোরের কো-অর্ডিনেটর মাসুদুজ্জামান মিঠু, এসকে ক্লিনিকের পরিচালক মো. হাবিবুর রহমান হাবিব, মীর লুৎফুর রহমান এতিমখানার সাধারণ সম্পাদক মীর ফারুখ আহম্মদ, এবং যশোর জেলা হ্যাচারি মালিক সমিতির জাহিদ গোলদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাইটস্ যশোরের পরিচালক বিণয় কৃষ্ণ মল্লিক, এবং সঞ্চালনা করেন সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা মাস্টার আশরাফুজ্জামান বাবু।

সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা আশরাফুজ্জামান বাবু বলেন, “ঈদ মানে আনন্দ, আর এই আনন্দ শুধু বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দেওয়া উচিত। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”

ঈদ উপহার হিসেবে সুবিধাভোগীদের মাঝে সেমাই, সুজি, চিনি, নুডলস, সয়াবিন তেল, চাল, গুড়া দুধ, পেঁয়াজ, আলু ও বিভিন্ন ঈদের পোশাক বিতরণ করা হয়।

উপহার গ্রহণকারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক সুবিধাভোগী বলেন, “এই উপহার আমাদের জন্য আশীর্বাদ। আমাদের ঈদের আনন্দ এখন পূর্ণতা পেল।”

ছবি: দেশ চ্যানেল

স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ প্রতি বছর গ্রহণ করা হলে সমাজের অসহায় মানুষের ঈদ আনন্দ আরও বৃদ্ধি পাবে।

এসময় আরও উপস্থিত ছিলেন উষার আলো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বিএম সাগর হোসেন, হাড়িয়া দেয়ারা সেবা সংঘের সভাপতি হুমায়ুন কবির মুন্না, বাঁকড়া প্রেস ক্লাবের সভাপতি বিল্লাল হোসেন, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান বাবু, সহ-সভাপতি তারেক মাহমুদ, উপদেষ্টা আব্দুল জলিল ও শাহাবুদ্দিন মোড়ল, সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ ও সুমন হোসেন, প্রচার সম্পাদক সাব্বির শোভন, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, তথ্য ও গবেষণা সম্পাদক মাসুদ হোসেনসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি সফল করতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন সুমাইয়া, নাসিম, কবির, নাজমুল, রাসেল, আখিঁ, মাছুম, আশিক, ইমন, জিল্লু, আশরাদুল, সুমন, সাইদ আলী, দাঊদ, যুব রাজ, যুবায়ের সহ আরও অনেকে।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, সেবা সংগঠনের মতো অন্যান্য সংগঠনও যেন ভবিষ্যতে এমন মহতী উদ্যোগ গ্রহণ করে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST