আব্দুল্লাহ আল মামুন পিয়াস ঈশ্বরদী থানা প্রতিনিধি
জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঈশ্বরদীতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঈশ্বরদী বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ।
ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় মেলায় সার্বিক পৃষ্ঠপোষকতা করেন।
উপজেলার বিভিন্ন স্কুলের অংশগ্রহণে মেলায় বেপজা স্কুল এন্ড কলেজ এর মাধ্যমিক শাখার শিক্ষার্থীরা ঈশ্বরদী উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। মাধ্যমিক পর্যায়ে চারটি ক্যাটাগরিতে ১২টি পুরস্কারের মধ্যে তারা ১০টি পুরস্কার অর্জন করেছে।
শিক্ষার্থীরা তাদের মেধা ও শ্রম দিয়ে সামনের দিকে এগিয়ে যাক এই প্রত্যয় ব্যক্ত করা হয়।