আব্দুল্লাহ আল মামুন পিয়াস ঈশ্বরদী থানা প্রতিনিধি
ঈশ্বরদী থানাধীন সলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া নিবাসী মোঃ লিখন আলী, পিতা মোঃ সানাউল্লাহ একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন গত ইং ১৯ /১২/২০২৪ তারিখ রাত্রি অনুমান ১১.৩০ ঘটিকায় পরিবারের সকলে রাতের খাওয়া-দাওয়া শেষে প্রতিদিনের ন্যায় নিজ বসত বাড়িতে ঘুমিয়ে পড়েন। একই রাত্রে অর্থাৎ ২০/১২/২০২৪ তারিখ রাত্রি অনুমান ০২.০০ ঘটিকার দিকে যে কোন সময় লিখন আলীর সেমি পাকা বসতবাড়ির জানালা খুলিয়া এবং বাঁশের লগা দারা শয়ন ঘরের দরজার ছিটকানি খুলিয়া শয়ন ঘরে প্রবেশ করিয়া অজ্ঞাতনামা চোরের দল ঘরের মধ্যে শোকেজের মধ্যে থাকা একটি ল্যাপটপ ও শোকেসের ড্রয়ারে এবং উপরে থাকা পাঁচ ভরি স্বর্ণালঙ্কার এবং পাঁচ ভরি রুপার অলংকার সহ ০২ টি এন্ড্রয়েড মোবাইল ফোন নগদ টাকা ও অন্যান্য কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। ঘটনার পরপরই ঈশ্বরদী থানার একটি পুলিশ টিম চোর শনাক্ত ও চোরাই মালামাল উদ্ধারের জন্য কাজ শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তৎপরতায় ঘটনার সাথে জড়িত চোরের দলের অন্যতম সদস্য ১. মোঃ তানভীর হাসান রিপন (৩৫) পিতাঃ মোঃ জহুরুল ইসলাম মোল্লা, গ্রাম মহাদেবপুর থানা ঈশ্বরদী জেলা পাবনা কে গ্রেফতার করা হয়। এবং তার কাছ থেকে চুরি যাওয়া চোরাই ল্যাপটপ, ০২ টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ০৭ আনা ০৫ রতি ওজনের স্বর্ণ, ০২ ভরি ০৮ আনা ওজনের রুপা উদ্ধার করা হয়। এই চুরির ঘটনা সংক্রান্তে ঈশ্বরদী থানায় মামলা রুজু আছে । ধৃত আসামী একজন পেশাদার চোর, তার নামে বেশ কয়েকটি চুরির মামলা ইতিপূর্বে রয়েছে। ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামিকে রিমান্ডে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ পূর্বক চোরের দলের অন্যান্য সদস্যদের সনাক্ত ও গ্রেপ্তার এবং চোরাই অন্যান্য মাল উদ্ধারের জন্য কাজ চলছে।