আব্দুল্লাহ আল মামুন পিয়াস ঈশ্বরদী থানা প্রতিনিধি
আমরা গভীর শোকাহত অবস্থায় জানাচ্ছি যে, জয়নগর বোর্ড অফিস মোড় মৃধা পাড়া নিবাসী মরহুম আবেদ আলী মৃধার দ্বিতীয় পুত্র ওয়াহেদ_আলী_মৃধা (৭০) অর্থাৎ ডাবলু ও আমিরুলের পিতা আজ ৯ ডিসেম্বর সোমবার সকাল ১০টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রজিউন)। মরহুমের জানাযা নামাজ আজ সোমবার (সময় পরে জানানো হবে ) জয়নগর কেন্দ্রীয় গোরস্থান মাঠে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আজ সকাল ৭টার দিকে জয়নগর বোর্ড অফিস মোড় নামক স্থানে ওয়াহিদ আলি মৃধা রাস্তা পারাপারের সময় রুপপুর আণবিক বিদ্যুৎ কেন্দ্রের মিনিবাসের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হলে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে স্বাস্থ্যের অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো নির্দেশ দেয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর সেখানে তার মৃত্যু হয়।।
এ মর্মান্তিক ঘটনায় এলাকার শোকে ছায়া নেমে এসেছে।