ঢাকাTuesday , 12 November 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • উত্তর অঞ্চলের আঞ্চলিক বৈষম্য নিরসনে ৩ দফা দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

    দেশ চ্যানেল
    November 12, 2024 11:19 am
    Link Copied!

    আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি।

    উত্তর অঞ্চলের আঞ্চলিক বৈষম্য নিরসনে ৩ দফা দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পঞ্চগড় জেলা।

    মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল সারে ৩টায় পঞ্চগড় জজকোর্ট এর সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে পঞ্চগড় জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

    আঞ্চলিক বৈষম্য দূরীকরণে উত্তরবঙ্গের ছাত্রজনতার ৩ দফা দাবি গুলো হলো– (১.) সুষম উন্নয়ন ও অর্ন্তভুক্তিমূলক নীতি প্রণয়নে উত্তরবঙ্গের দুই বিভাগ থেকে কমপক্ষে ২জন করে ৪ জন উপদেষ্টা নিয়োগ করতে হবে। (২.) সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আমলা ও কর্মকর্তা নিয়োগে আঞ্চলিক বৈষম্য করা যাবে না। পলিসি প্রনয়নে উত্তরবঙ্গের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে পরামর্শ গ্রহণ করতে হবে। (৩.) বিতর্কিত ও জুলাই বিপ্লবকে ধারণ করে না, এমন কোন উপদেষ্টাকে অরবর্তীকালীন সরকারে রাখা যাবে না। সেইসাথে প্রত্যেক উপদেষ্টা মহোদয়কে তাদের কার্যক্রমের অগ্রগতি সাপ্তাহিকভাবে জনসম্মুখে প্রকাশ করতে হবে।

    এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় ফজলে রাব্বী, মাসুদ রানা, মোকাদেসুর রহমান সান, খোরশেদ মাহমুদ, মাহফুজার রহমান, মজাহার ইসলাম সেলিম, শাকিল ইসলাম প্রমূখ।

    এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, অতি দ্রুত নব নিযুক্ত উপদেষ্টা শেখ বশির উদ্দিন ভূইয়া ও মোস্তফা সারোয়ার ফারুকীকে তাদের উপদেষ্টা পদ থেকে বহিষ্কার করতে হবে এবং আমাদের উত্তর অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগ দিতে হবে। যারা জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান করবে তাদের কোনো ভাবেই উপদেষ্টায় রাখা যাবে না। আমরা অতি দ্রুত আমাদের তিন দফা দাবির বাস্তবায়ন দেখতে চাই।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST