ঢাকাSunday , 22 September 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • উপ-উপাচার্য নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চবির শিক্ষার্থীরা।

    দেশ চ্যানেল
    September 22, 2024 12:19 pm
    Link Copied!

    আবু তালহা, চবি

    দীর্ঘ অপেক্ষার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হয় রাজনীতি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্হিয়া আক্তার স্যারকে।গত বৃহস্পতিবারে (১৯ই সেপ্টেম্বর)  উনি উপাচার্যের আসন গ্রহণ করেন।

    দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের মাঝে সেশন জট এবং বিভিন্ন বিষয় নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। দ্রুত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু করতে দরকার দ্রুত উপ-উপাচার্য ও প্রক্টোরিয়াল বডিতে যোগ্য ব্যাক্তিদের নিয়োগ দেওয়া।

    দ্রুত উপ-উপাচার্য নিয়োগের দাবিতে এজন্য আজ রবিবার (২২শে সেপ্টেম্বর)  সকাল ১১:৩০ টার দিকে জিরো পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    বিজ্ঞাপন

    এসময় বক্তব্য রাখেন আরবি বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী নেয়ামত উল্লাহ, তিনি বলেন, আমরা একটা বৃহত্তর সময় করোনা মহামারিতে কাটিয়েছি, এরপর জুলাই গণ-অভ্যুত্থান, যার কারণে আমরা ইতিমধ্যে সেশন জটে পড়ে গিয়েছি।

    আজকে আমার অনার্স শেষ হওয়ার কথা ছিল কিন্তু এখনো অনার্সে অধ্যয়নরত আছি। এজন্য আমরা চাই, অতিদ্রুত উপ-উপাচার্য এবং প্রোক্টোরিয়াল বডি নিয়োগ দেওয়া হোক, তা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

    আরো বক্তব্য রাখেন ইসলামিক স্টাডিজ বিভাগের ১৭-১৮ সেশনের শিক্ষার্থী হাবিবউল্লাহ হাবিব, তিনি বলেন, আমরা আর আন্দোলন করতে চাই না, আমরা লেখাপড়ায় ফিরতে চাই, আমাদের ক্লাশ নেই, হল এলোটমেন্ট নেই, পরীক্ষা নেই।

    দ্রুত হল প্রভোস্ট নিয়োগ দিয়ে হলের এলোটমেন্ট নিশ্চিত করে আমাদের ক্লাশ এবং পরীক্ষা শুরু করতে হবে।

    ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে তাদের একাডেমিক কার্যক্রম শুরু করে দিয়েছে, আমরাও চাই আমাদের কার্যক্রম দ্রুত শুরু হোক।

    আগামী ৪৮ ঘন্টার মধ্যে উপ-উপাচার্য ও প্রক্টোরিয়াল বডি নিয়োগ নিশ্চিত করতে হবে।

     

    গত বৃহস্পতিবার (১৯ই সেপ্টেম্বর) উপাচার্য দায়িত্ব গ্রহণকালে চবির উপাচার্য ড.মুহাম্মদ ইয়াহ্হিয়া বলেছিলেন, অতিদ্রুত একাডেমিক কার্যক্রম শুরু করার লক্ষ্যে কাজ শুরু করেছি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST