ঢাকাTuesday , 7 October 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

উলাশী খালপাড়ের তরুণ মাসুদ নিখোঁজ: পরিবার ও এলাকাবাসীর ফেরত চাওয়া আহ্বান।

দেশ চ্যানেল
October 7, 2025 1:56 pm
Link Copied!

যশোর জেলা প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার উলাশী খালপাড় এলাকার তরুণ মাসুদ হোসেন (১৯) গত সোমবার থেকে নিখোঁজ রয়েছেন। তিনি ভ্যানচালক নুর মোহাম্মদ (৪৫) ও গৃহিণী মাসুমা বেগমের একমাত্র সন্তান।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে মাসুদ বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন। পরে বেলা ২টার দিকে উলাশী বাজারে তাঁর বাবার সঙ্গে দেখা হয়। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

স্থানীয় বাসিন্দা অন্তু জানান, “আমি শুনেছি কুচেমোড়া মোড়ে মাসুদের সঙ্গে দুইজনের হাতাহাতির ঘটনা ঘটে। পরে তাদের একজন মাসুদের ভ্যান নিয়ে চলে যায়, আর মাসুদও তাদের সঙ্গে চলে যায়। এরপর থেকে আর দেখা যায়নি।”

নিখোঁজের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পরিবার ও এলাকাবাসী। মাসুদের পিতা নুর মোহাম্মদ বলেন, “আমাদের সন্তানের কোনো খোঁজ পাচ্ছি না। প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন — আমার ছেলেকে দ্রুত আমাদের কাছে ফিরিয়ে দিন।”

এলাকাবাসীর দাবি, মাসুদ একজন ভদ্র ও পরিশ্রমী তরুণ। তাঁরা প্রশাসনের কাছে অনুরোধ করেছেন, দ্রুত তাকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হোক।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, “ঘটনাটি নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST