উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা প্রশাসন ও বিএসটিআই এর যৌথ অভিযানে একটি ইটভাটা ও একটি হাইওয়ে রেষ্টুরেন্টেকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ খাদিজা খাতুন ।
বুধবার বেলা ১ টার দিকে উপজেলা প্রশাসন ও রাজশাহী বিভাগীয় বিএসটিআই কর্মকর্তার যৌথ অভিযানে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের তারুটিয়া এলাকার মেসার্স ভরসা ব্রীক্স(ইট ভাটা) কে ইটের মান যাচাই ও মান সনদ গ্রহন না করে ক্লে-ব্রীক্স(ইট) প্রস্তুত ও বিক্রয় বিতরণ করার অপরাধে বিএসটিআই আইনে- ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা এবং একই ধারায় হাইওয়ে রেষ্টুরেন্ট নিউ ফুড ভিলেজকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উল্লাপাড়া সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ খাদিজা খাতুন এর সাথে ছিলেন রাজশাহী বিভাগীয় বিএসটিআই এর ফিল্ড অফিসার(সিএম) মোঃ দেলোয়ার হোসেন ও উপ-পরিচালক(সিএম) মোঃ সাইফুল ইসলাম ।