ঢাকাSaturday , 3 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • একসঙ্গে আত্মহত্যা করতে এসে প্রেমিকের মৃত্যু, সরে গেলেন প্রেমিকা।

    দেশ চ্যানেল
    February 3, 2024 1:21 pm
    Link Copied!

    মোঃ মশিউর রহমান সুমন।

    কথা ছিল একসঙ্গে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন প্রেমিক-প্রেমিকা। কিন্তু শেষ মুহূর্তে সরে দাঁড়ান প্রেমিকা। তবে ট্রেনে কাটা পড়লেন প্রেমিক।

    বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে ভারতের রাজস্থানে ঘটনাটি ঘটেছে। এতে মৃত্যু হয়েছে ৩৪ বছর বয়সী প্রেমিক রাজু ভাটের।

    ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, রাজুর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তারপরও রাজুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ২০ বছরের এক তরুণীর। তবে দুজনেই বুঝেছিলেন বিয়ে করা সম্ভব নয়। এ নিয়ে ঝগড়ার পর একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজু ও তার প্রেমিকা। এরপর চলন্ত ট্রেনের সামনে রাজু ঝাঁপ দিলেও সিদ্ধান্ত পরিবর্তন করে পিছিয়ে যান রাভিনা।

    ঘটনার পর ট্রেনের গার্ড ও স্টেশনের অন্যান্য কর্মীরা রাজুর মরদেহ বালোতরা রেলস্টেশন নিয়ে আসে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজুর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

    নিহতের ভাই বীরমারাম অভিযোগ করেন, রাজুকে এর আগেও হুমকি দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, রাজুকে মহিলার পরিবার খুন করেছে এবং তার মরদেহ ট্রেনের সামনে ছুড়ে ফেলে দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজুর মরদেহ তারা নিতে রাজি হননি।

    জানা গেছে, রাজু ভাট শ্রমিক হিসেবে কাজ করতেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST