মোঃসাদ্দাম হোসেন ইকবাল, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধী।
যশোরের ঝিকরগাছা উপজেলা একাধিক জায়গাই ব্যাটারি চালিত মটর ভ্যান চুরি হয়েছে বলে অভিযোগ ওঠেছে।
মোঃ খোরশেদ আলী (৫০) তিনি কৃষ্ণ নগর বোড ঘাটে দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছে, আজকে ভোর রাতে তিনি মাছ ধরার জন্য তার ব্যাটারি চালিত মটর ভ্যান টি নিয়ে জাল টানা কাজে বের হন, কাজ শেষে নিজ বাসার ফিরে আসেন, এসে ভ্যান টি চাজ দিবে বলে একটা তালা লাগিয়ে বাসায় যান,বাসার পাশে ভ্যানটি রেখে চাজ দিবার প্লাক নিয়ে আসতে, তিনি বলেন কয়েকটি মিনিট সময়ে মধ্যে আমি প্লাক নিয়ে হাজির হয়, এসে দেখি আমার ভ্যান নেই, এতে করে আমি আশে পাশে মানুষ কে জিগাসা করি কেউ কিছু বলতে পারে না, সঙ্গে সঙ্গে আমি ও আমার স্ত্রী ঝিকরগাছা বাজার সহ আশে পাশে বিভিন্ন জায়গায় ফোন করি আর খুজাখুজি করতে থাকি, কিনতু কোথাও আমার ভ্যানের কোন হতিস পাওয়া যাই নি, মোঃ খোরশেদ আলম আমাদের কে আরো জানায়, তার ভ্যান চুরি আগে পরে ঝিকরগাছা উপজেলা মোড় থেকে ২ টা আর ঝিকরগাছা বাজারেপাশে বেনে আলী বাজার থেকে ২ টা আর তিনার ১ মোট ৫ টা ভ্যান এক যোগে চুরি হয়েছে, কয়েক ঘন্টা মধ্যে,
পরে খোজ খবর নিয়ে ভ্যানের কোন হদিস না পাওয়াই দুপুরে সময় ঝিকরগাছা থানা এসে সাধারণ অভিযোগ করেন তিনি,
এদিকে কষ্টের সংসারে আইয়ের এক মাএ সম্বল ভ্যান টি হারিয়ে তিনি দিশে হারা হয়ে পরেছেন, কান্না জরিত কন্ঠে স্বামী স্ত্রী দুই জনে হতাশা হয়েগেছে।