লেখক – বিপ্লব সাহা
যুগ্ন সম্পাদক দেশ চ্যানেল
সালাম রফিক বরকত জব্বারের রক্তে ভেজা মেঠো পথ পেড়িয়ে এক সাগর রক্তের বিনিময়ে এসেছে একুশ।
একুশ আমার অহংকার
২১ আমার গর্ভ।
একুশ তুমি এসেছো বলে রমনার বট মূলে ১৪ এপ্রিল পালিত হয় বাংলা নববর্ষ পহেলা বৈশাখ।
একুশ তুমি এসেছ বলে বসন্তের রঙে সাজে প্রকৃতি
গান গায় দোয়েল কোয়েল মাঝি ভাটিয়ালি বাউলের একতারায় বাজে সুর
২১ তুমি এসেছো বলে পৃথিবীর বুকে আজন্মকাল চির অম্লান হয়ে থাকবে গৌরবোজ্জ্বল তোমার গুণকীর্তির কথা।
একুশে তুমি এসেছ বলে ৮ ফাল্গুন প্রভাত ফেরিতে সমবেত কন্ঠে ভেসে আসে সেই সুর
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমিকি ভুলিতে পারি।
২১ মানে গগন চিরে একটি লাল নতুন সূর্য উদিত ঝলমল সকালবেলা ।
২১ মানেই পলাশ শিমুল দোয়েল কোয়েল পদ্মা মেঘনা যমুনা।
২১ মানেই সবুজের বুকে লাল খচিত পতাকা।
২১ মানে সালাম রফিক বরকত জব্বার শুরু বালার সিথির সিঁদুর মুছে যাওয়ার বিনিময়ে বাংলা ভাষায় কথা বলা।