নজরুল ইসলাম :
সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানা যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন ২০২৩ এর মাধ্যমে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ২য় অধিবেশনে আগামী ৩ বছরের নিম্নোক্ত আংশিক কমিটির নির্বাচিত করা হয়েছে।
গতকাল বুধবার ৩১ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিরাজগঞ্জ জেলা আহবায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক উক্ত কমিটির ৬০(ষাট) দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা যুবলীগের আহবায়ক রাশেদ ইউসুফ জুয়েল,যুগ্ন -আহবায়ক হাসান শহীদ চঞ্চল,যুগ্ন -আহবায়ক সঞ্জয় সাহা,যুগ্ন-আহবায়ক মোঃ আলহাজ্ব সরকারের স্বাক্ষরিত এই কমিটি নির্বাচিত করা হয়।
এনায়েতপুর থানা যুবলীগের আংশিক কমিটিতে মো: মনিরুল ইসলাম মন্নাফ কে সভাপতি এবং মো: আলমাছ আলী কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
এছাড়া মোঃ হাফিজুর রহমান,মোঃ আব্দুল আলিম কে সহ-সভাপতি ও মো: রাশেদুল ইসলাম রাশেদ কে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।