আয়নাল হক রৌমারী (কুড়িগ্রাম) কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে ফুলুয়ার চর নৌকা ঘাটের উন্নয়ন মূলক কাজ ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করেন ২৮ কুড়িগ্রাম ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ ।
আজ ১৬ই ফেব্রুয়ারী ২০২৪ শুক্রবার সময় সকাল ১১:০০ঘটিকা। উদ্বোধনী অনুষ্ঠানে জিও ব্যাক ভরাট করে নৌকা ঘাটে ফেলার মাধ্যমে উদ্বোধন করা হয়। এ সময় মাননীয় এমপি মহোদয়ের পক্ষে উপস্থিত ছিলেন, মোঃ সাইদ ঠিকাদার, মোঃ নরুল ইসলাম (অবঃ আর্মি),মোঃ নাজমুল হাসান, নাসির উদ্দীন খান ঘাট ইজারাদার, মোঃ তারিফ উল্লাহ (মম্বার) সভাপতি নৌ-বন্দর ঘাট সমাজ কল্যাণ সংস্থা,মোঃ শফিকুল ইসলাম (ঘাট মাষ্টার),মোঃ নুরআলম ইসলাম (হিরো), সাংবাদিক আয়নাল হক ও লিটন সরকার সহ স্থানীয় জনগণবৃন্দ। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন। আমাদের মাননীয় এমপি মহোদয় সংসদে শপথ গ্রহণ করার পূর্বে থেকেই জনগণের কল্যাণে তার নিজস্ব অর্থায়নে এরকম অনেক কাজ করতেছেন। এজন্য আমরা অনেক আনন্দিত। ভবিষ্যতেও আমাদের এলায় উন্নায়ন মূলক কাজের ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশা বাদী।