ঢাকাTuesday , 1 July 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

এসআই সুকান্ত ইস্যুতে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি ভিন্নমহলের চক্রান্ত।

দেশ চ্যানেল
July 1, 2025 10:12 am
Link Copied!

বিপ্লব সাহা, খুলনা ব্যুরো:

এস আই সুকান্ত ইস্যুতে কেএমপি পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি ভিন্নমহলের চক্রান্ত এবং স্বার্থ চরিতার্থের লক্ষ্যে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর আহ্বায়ক আল শাহরিয়ার এ সময় তিনি আরো বলেন জুলাই আন্দোলনের গুটি কয়েক সহযোদ্ধাকে ব্যবহার করে একটি বিশেষ মহল আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করাচ্ছে বলে মন্তব্য করেছেন জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন সংগঠনের নেতারা। খুলনা প্রেসক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলন করে তারা বলেছেন, এস আই সুকান্তকে গ্রেপ্তারের মাধ্যমে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে। এরপরও পুলিশ কমিশনারসহ বিভিন্ন কর্মকর্তাকে পদত্যাগে ধারাবাহিক কর্মসূচির সঙ্গে আমাদের সম্পৃক্ততা নেই। জুলাই উদযাপনের নামে মেলা বসানোর দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেওয়ার সঙ্গেও আমরা জড়িত নই। জুলাইকে ব্যবহার করে বিতর্কিত কাজ করতে চাইলে আমরা প্রতিহত করবো।জুলাই মাস উপলক্ষে ৩৬ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা উপলক্ষে এই সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়ক আল শাহরিয়ার, জেলা কমিটির মুখপাত্র মিরাজুল ইসলাম ইমন, জাস্টিস ফর জুলাইর বিভাগীয় সাইফ নেওয়াজ, জুলাই রেভ্যুলেশারী এলায়েন্সের জাহিদুল ইসলাম জিহাদ, আপ বালাদেশের ফয়জুল্লাহ ইকবাল শাকীল, ইনকিলাব মঞ্চ, প্রাইভেট ইউনিভার্সিটি অ্যালাইসেন্স অব বাংলাদেশ-পুসাবহসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জুলাই অভ্যুত্থানের চোখ হারানো আবদুল্লাহ আল শাফিল। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের সময় এস আই সুকান্তের নির্মম আচরণের জন্য তাকে গ্রেপ্তারের দাবিতে আমরা আন্দোলনে সরব হই। কোনো ব্যক্তিকে টিকিয়ে রাখার জন্য বা নামানোর জন্য আমরা আন্দোলন শুরু করি নি। এস আই সুকান্তকে গ্রেপ্তারের পর আমাদের আন্দোলনের উদ্দেশ্যে সফল হওয়ায় আমরা আন্দোলন থেকে সরে আসি। তবে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি এখনো আমাদের গুটিকয়েক সহযোদ্ধাদের ব্যবহার করে একটি বিশেষ মহল উক্ত আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। যার দায়ভার কোনোভাবেই জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী গ্রহণ করবে না।’

সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়ক আল শাহরিয়ার বলেন, ‘মেলার করার দাবিতে জেলা প্রশাসককে ঘেরাও করার কথা আমরা শুনেছি। জুলাই উদযাপনের সঙ্গে মেলার সম্পর্ক কি আমি জানি না। এসবের সঙ্গে প্রকৃত জুলাইযোদ্ধাদের কোনো সম্পর্ক নেই।’ তিনি বলেন, অভ্যুত্থানের যে অবিচার হয়েছে আইনী মাধ্যমে তার বিচার হবে। কোনোভাবে মব তৈরি, আইন নিজের হাতে তুলে নেওয়ার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্পর্ক নেই। কেউ ব্যক্তিগতভাবে করলে এই দায় তার।’

সংবাদ সম্মেলন জুলাই মাসব্যাপী ৩৬ দিনের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। তাদের কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের জন্য স্মরণসভা ও দোয়া প্রার্থনা, রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প, রাজনৈতিক সচেতনতামূলক ক্যাম্পেইন, স্কুল-কলেজে রচনা, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শহরের গুরুত্বপূর্ণ মোড়ে জুলাই বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন, পথ নাটক, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রদর্শনী ও জুলাই প্রদর্শনী, শহর পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি, ট্রাশান শো, মঞ্চ নাটক ও গান, কবিতা পরিবেশনা, জুলাই স্মৃতি স্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন, গ্রাফিতি সংরক্ষণ কর্মসূচি, টেরাকোটার মাধ্যমে স্মৃতি সংরক্ষণ, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতা, জনতার শপথ, এক ক্লিকে প্রতিবাদ (ফটো ক্যাম্পেইন), ‘আদর্শ জেলা খুলনা প্রচারণা ক্যাম্পেইন, ছাত্র-যুব সম্মেলন, সচিত্র প্রদর্শনী ‘জুলাই থেকে জেগে ওঠা’, গণশুনানি আহত ও নিপীড়িতদের কণ্ঠে ইতিহাস, জেলা প্রশাসন বরাবর স্মারকলিপি পেশ, ‘বিচার চাই, রাজনীতিকরণ নয়’ কর্মসূচি ও মাসব্যাপী পোস্টারিং, পথনাট্য ও দেয়ালিকা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের গালিব মাহামুদ জাহিদী ও আব্দুল মুহায়মিন আদীব, রংমশালের সমন্বয়ক মুনতাসির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর সিনিয়র যুগ্ম সদস্য সচীব শেখ সহিদুল ইসলাম জিহাদ, যুগ্ম আহ্বায়ক নাঈম ইসলাম ও অলিভী আহম্মেদ নাবিল, যুগ্ম-সদস্যসচিব মুহিব্বুল্লাহ মুহিব, জেলার সংগঠক তামীম হাসান লিওন, যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম বনি ও শাহরিয়ার সাদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST